ঢাকাবুধবার , ১৩ আগস্ট ২০২৫

আ*ন্দো*ল*ন*কারীদের দা*বি আমরা মেনে নিয়েছি -স্বাস্থ্য ডিজি

ক্রাইম টাইমস রিপোর্ট
আগস্ট ১৩, ২০২৫ ৬:২৬ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে স্বাস্থ্যসেবা সংস্কারের দাবিতে আন্দোলন করা ছাত্র-জনতার দাবির সাথে আমরা শতভাগ একমত পোষণ করছি বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহা পরিচালক ডা: মো: আবু জাফর।

১৩ আগস্ট বুধবার বেলা ১২ টায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের সম্মেলন কক্ষে স্বাস্থ্যখাত সংস্কারের ৩ দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে প্রধান ফটকে কথা বলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে এক মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি আরও বলেন, আন্দোলনকারীদের চাওয়া-পাওয়া এবং স্বাস্থ্য অধিদফতরের গৃহীত কর্মকাণ্ডের সঙ্গে কোনও অমিল নেই। তাদের দাবির সাথে আমরা স্বাস্থ্য বিভাগ একমত পোষণ করছি।

তবে যেসব দাবি উত্থাপন করা হয়েছে সেগুলো সরকার নিবিরভাবে পর্যবেক্ষণ করছে এবং সকল দাবি মেনে নিয়েছে। পাশাপাশি আন্দোলনকারীদের দাবিগুলো শতভাগ বাস্তবায়ন করতে ইতোমধ্যে কাজ শুরু করেছে। কিছু কিছু সংস্কার অলরেডি হয়ে গেছে কিছু কাজ চলমান রয়েছে এবং কিছু কিছু সংস্কার করতে সময় লাগবে।

সকলের উদ্দেশ্যে ডিজি মো: আবু জাফর বলেন,স্বাস্থ্য সংস্কার কমিশন যে সুপারিশমালা দিয়েছে আমরাও সেটাই চাই এবং আন্দোলনরত শিক্ষার্থীরাও সেই একই দাবি জানিয়েছে। সুতরাং তাদের সাথে আমাদের শতভাগ মিল রয়েছে তাই সবাইকে ধৈর্য্য ধারণ করতে হবে এবং কাজ করার জন্য সরকারকে সহযোগীতা করতে হবে। সকল দাবি মেনে নেয়ার পরেও যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন, হাসপাতাল পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল ডা: মশিউল মুনীর, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা কর্মীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।