ঢাকাসোমবার , ২৫ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

গাড়ি রেখে পালালেন  বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা, তানজিদ মঞ্জু

ক্রাইম টাইমস রিপোর্ট
আগস্ট ২৫, ২০২৫ ৩:০৬ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: গাড়ি রেখে পালালেন  বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা, তানজিদ মঞ্জু।

 

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ছাত্রলীগ নেতা ও ইংরেজি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানজিদ মঞ্জু রবিবার (২৪ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন আনন্দবাজার এলাকায় বিপাকে পড়েন। রাত ৯টার দিকে সেখানে ছাত্রলীগের মতাদর্শ প্রচার করার সময় হঠাৎ ছাত্রদলের নেতাকর্মীরা তাড়া করলে তিনি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তাড়াহুড়োয় তিনি নিজের মোটরসাইকেল ফেলে রেখে যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার পর প্রায় তিন ঘণ্টা ধরে আনন্দবাজার, কীর্তনখোলা নদীর পাড়, নবনির্মিত নভ থিয়েটার ভবনসহ আশপাশের এলাকায় ছাত্রদলের নেতাকর্মীরা মঞ্জুকে খুঁজে বেড়ালেও তাকে পাওয়া যায়নি। রাত ১টার দিকে মঞ্জুর ফেলে যাওয়া মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

 

উল্লেখ্য, হাসিনা সরকারের সময় মঞ্জু বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী মুকুল আহমেদকে রাতভর নির্যাতনের ঘটনায় বহিষ্কৃত হয়েছিলেন। এছাড়া চাঁদাবাজি, লুটপাট ও মারামারির একাধিক মামলায় তিনি একাধিকবার গ্রেপ্তারও হয়েছেন।