
রবিউল ইসলাম রবি :: ৭৫ পিস ইয়াবা সহ নগর গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতার হয়েছে ওয়ালিদ হোসেন অলি (২০)। নগরীর বাংলাবাজার ইঞ্জিনিয়ার সড়কস্থ জনৈক মুসা মিয়ার ভবনের নীচ তলা ভাড়ার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় বিএমপি গোয়েন্দা শাখার এসআই মো. ফিরোজ আলম বাদি হয়ে ওয়ালিদ হোসেন অলি আসামি করে বরিশাল কোতোয়ালী মডেল থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। আসামিকে থানা থেকে আদালতে প্রেরণ করলে সোমবার (২৫ আগস্ট) বিচারক জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
এই অলি হলেন- নগরীর ১১ নং ওয়ার্ড আরশেদ আলী সড়ক এলাকার মো. আনোয়ার হোসেনের ছেলে এবং নগরীর বাংলাবাজার এলাকার আ.লীগ ক্যাডার, চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ রুবেল শরীফ (৪০) ওরফে নাক কাটা রুবেল ও তার ভাই রাজনের বিশ্বস্ত সহযোগী।
মামলা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিক্তিতে রোববার (২৪ আগস্ট) রাত আট টায় অলির ভাড়ার বাসায় অভিযান চালিয়ে কেবিনেটের মধ্যে থাকা জামা প্যান্টের নীচ থেকে দায়েরকৃত মামলার স্বাক্ষীদের উপস্থিতিতে ৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, নাক কাটা রুবেল ও তার ভাই আবুল বাসার (৪২) ওরফে রাজন। এ দুই জন পটুয়াখালী দুমকি উপজেলার পূর্ব কার্তিকপাশা গ্রামের মৃত. আলতাফ শরীফের ছেলে। এলাকায় নানা অপকর্মে অভিযুক্ত থাকায় এলাকাবাসী নাক কাটা রুবেলের এক পা ভেঙ্গে দিয়েছিল। তারপর এলাকা ছেড়ে বরিশাল নগরীর বাংলাবাজার ‘শহীদ আলতাফ স্কুল’ সংলগ্ন এলাকায় বাসা করে নানা অপরাধমূলক কর্মকাণ্ডের নেতৃত্ব দিচ্ছে। বরিশাল কোতোয়ালি মডেল থানায় নাক কাটা রুবেলের বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা।
সর্বশেষ দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে গর্ভবতী এক নারীর পেটে লাথি মেরে গর্ভের সন্তান হত্যা করায় ঘটনায় চলতি বছরের ৩০ জুন বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দায়েরকৃত মামলায় প্রধান আসামি রুবেল শরীফ (৪০) ওরফে নাক কাটা রুবেল এখন রয়েছে জেলহাজতে।
নগরীর ১৪ নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি তানভীর হোসেন হীরা (৩০) এবং বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক আহ্বায়ক রইজ আহম্মেদ মান্নার সহযোগিতায় এই নাক কাটা রুবেল ও তার ভাই আবুল বাসার (৪২) ওরফে রাজনের ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে মাদক ক্রয়-বিক্রয় করে আসছে- বাংলা বাজার সংলগ্ন আরশেদ আলী কন্টেকদার গলির ভাড়াটিয়া বাসিন্দা রিকশা চালক আনোয়ার ওরফে আনারের ছোট ছেলে অলি (২০)। রিফিউজি কলোনির স্থায়ী বাসিন্দা মৃত. আকতার কসাইয়ের ছেলে শাহিন (৩৫) ও তুহিন (৩০)। নাক কাটা রুবেলের আপন মামাতো ভাই মো. সোহেল (২৮) ওরফে বাবা সোহেল। নগরীর ১৩ নং ওয়ার্ড কাজিপাড়া এলাকায় সোহেল ভাড়া থাকলেও আড্ডা জমায় রিফিউজি কলোনীতে। রিফিউজি কলোনির স্থানীয় মো. জব্বার কসাইয়ের ছেলে আব্দুল হামিদ ( ৩০) ওরফে বাপ্পী, ভাড়াটিয়া বাসিন্দা রাকিব (২৩) ওরফে সবজি রাকিব, আলামিন ওরফে বুলেট আলামিন, কাজীপাড়ার শাহালম (৪০) ওরফে গোলআলু শাহালম, নগরীর সার্কুলার রোডের বাসিন্দা মো. হানিফ ওরফে টোকাই হানিফ।
এছাড়া এই গ্যাং দের কাছে ইয়াবা সরবরাহ করেন- রিফিউজি কলোনির রাজবাড়ির ভাড়াটিয়া মৃত. আব্দুল ছত্তারের ছেলে মো. জাহাঙ্গির আলম (৫০) ওরফে হাড্ডি জাহাঙ্গির। ২০১৫ সালের ১৭ মে দায়েরকৃত ৩৪ নং , ২০২২০ সালের ২৮ মার্চ দায়েরকৃত ৮৮ নং ও ২০১০ সালের ৭ জানুয়ারী দায়েরকৃত ১১নং মামলার আসামি। সর্বশেষ চলিত বছরের ৩১ জানুয়ারি ডিবির এসআই রাহাতুল ২শ পিচ ইয়াবা সহ হাড্ডি জাহাঙ্গীরকে তার বাসভবন থেকে আটক করে।