
নুরে আলম বাবুগঞ্জ (বরিশাল): বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়ন বিএনপি’র নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ সুলতান আহমেদ খান ও সদস্য সচিব মোঃ অহিদুল ইসলাম প্রিন্স এর সুপারিশক্রমে এই কমিটি অনুমোদন দেওয়া হয়।
নতুন আহ্বায়ক কমিটিতে আব্দুল করিম হাওলাদার আহ্বায়ক ও রাজন শিকদারকে সদস্য সচিব করে ৭১ সদস্য বিশিষ্ট এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ২৫ আগস্ট সোমবার দুপুরে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
বাবুগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ অহিদুল ইসলাম প্রিন্স জানান, নবগঠিত কমিটি আগামী তিনদিনের মধ্যে রহমতপুর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠন করবেন। এরপর সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ ইউনিয়ন কমিটি ঘোষণা করা হবে।
এদিকে আব্দুল করিম হাওলাদার আহবায়ক ও রাজন শিকদারকে সদস্য সচিব মনোনীত করায় রহমতপুর ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দের সৃষ্টি হয়েছে। নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।