
নিজস্ব প্রতিবেদক :: সবজির বাজারে আগুন।
গত তিন মাসের বেশি সময় ধরে সবজির দাম অনেক বেশি। বাজারে ৮০ থেকে ১০০ টাকার নিচে কোনো সবজিই পাওয়া যাচ্ছে না। দাম বেশি হওয়ায় ক্রেতারা আধা কেজি করে সবজি কিনছেন। ফলে বিক্রেতারা অভিযোগ করে বলছেন, তাদের বিক্রির পরিমাণ কমে গেছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সবজির দামের এমন চিত্র দেখা গেছে।
আজকের বাজারে প্রতি কেজি গোল বেগুন বিক্রি হচ্ছে ১০০ টাকায়, লম্বা বেগুন প্রতি কেজি ৮০ টাকা, ধুন্দুল প্রতি কেজি ৬০ টাকা, চিচিঙ্গা প্রতি কেজি ৮০ টাকা, ঝিঙা ৮০ টাকা, কচুর লতি প্রতি কেজি ৭০ টাকা, কাঁকরোল প্রতি কেজি ৮০ টাকা, বরবটি প্রতি কেজি ১০০ টাকায় বিক্রি হচ্ছে।
এছাড়া প্রতি কেজি করলা বিক্রি হচ্ছে ১০০, টাকায়, পটল প্রতি কেজি ৮০ টাকা, ঢেঁড়স প্রতি কেজি ৮০, পেঁপে প্রতি কেজি ৩০ টাকা, শসা প্রতি কেজি ৮০ টাকা, টমেটো প্রতি কেজি ১২০ টাকা, গাজর প্রতি কেজি ৮০, কাঁচা মরিচ প্রতি কেজি ১৬০ টাকা, লাউ প্রতি পিস ৬০ থেকে ৭০ টাকা, কঁচু প্রতি কেজি ৫০ টাকা, শিম প্রতি কেজি ১৬০ টাকা থেকে ১৮০ টাকা এবং মিষ্টি কুমড়া প্রতি কেজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে।
রাজধানীর সেগুনবাগিচা বাজারে কেনাকাটা করতে এসেছেন বেসরকারি চাকরিজীবী আমিনুল ইসলাম। তিনি বলেন, আজ প্রায় তিন মাস ধরে প্রতিটি সবজির দাম এত বেশি যে, আমাদের মতো সাধারণ ক্রেতারা কিনতে হিমশিম খাচ্ছি। বাজারে ৮০ টাকা থেকে ১০০ টাকার নিচে কোনো সবজি নেই। যে দু-একটা আছে সেগুলোও হয় ৬০ টাকা নয়তো ৭০ টাকা। ১০০ টাকা দরে সবজি কেনার সামর্থ্য বেশিরভাগ সাধারণ ক্রেতাদের নেই। তারপরেও যেহেতু প্রতিদিন খেতেই হয়, তাই কেউ আধা কেজি কেউবা আড়াইশো গ্রাম করে সবজি কিনছেন।
শান্তিনগর বাজারের আরেক ক্রেতা আব্দুস সোবহান বলেন, সবজির দাম বেশি, অথচ বাজার মনিটরিংয়ের কোনো উদ্যোগ দেখছি না। তিন মাসের বেশি সময় ধরে এমন চড়া দামে সবজি কিনে খেতে হচ্ছে আমাদের। তিন মাস ধরে চড়াই রয়ে গেছে সব ধরনের সবজির দাম। কি কারণে সবজির দাম বেশি, কোথায় থেকে সবজির দাম বাড়ানো হচ্ছে এগুলো সরকারকে মনিটরিং করে বাজার নিয়ন্ত্রণ করা উচিত।
সবজির দাম বৃদ্ধি পাওয়ায় খুচরা ব্যবসায়ীদের প্রতিদিনের ব্যবসা কমে গেছে জানিয়ে মালিবাগ বাজারের সবজি বিক্রেতা হারুনুর রশিদ বলেন, বাজারের সবজির দাম বাড়তি হওয়ার পর থেকে আমাদের মতো সাধারণ ব্যবসায়ীদের ব্যবসার পরিমাণ কমে গেছে। মানুষ আর আগের মতো বেশি করে সবজি কিনে না। আগে যেই ক্রেতা এক কেজি সবজি কিনতেন, তিনি এখন আধা কেজি করে সবজি কিনে। ফলে আগে সারাদিনে যেখানে ৪০-৫০ কেজি সবজি বিক্রি করতাম সেখানে এখন বিক্রি হয় ১৫-২০ কেজি। সবজির দাম বাড়ার কারণে, আমাদের ব্যবসাও কমে গেছে।
সবজির দাম বাড়তি বিষয়ে মগবাজার বাজারের সবজি বিক্রেতা রবিউল ইসলাম বলেন, বেশিরভাগ সবজির মৌসুম শেষ হয়ে গেছে। নতুন করে বাজারে সবজি আসার আগ পর্যন্ত এমন বাড়তি দামই থাকবে। বর্তমানে সবজির সরবরাহ খুবই কম, সরবরাহ বাড়তে শুরু করলে সবজির দাম কমে আসবে। এছাড়া বৃষ্টির কারণে সবজির ক্ষেত ক্ষতিগ্রস্ত হওয়ায়, বাজারে সরবরাহ কম। ফলে সবজির দাম বেড়ে গেছে।