ঢাকাশুক্রবার , ১২ সেপ্টেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশাল জেলা প্রশাসকের দায়িত্বগ্রহণের এক বছর পূর্তি উপলক্ষে সমাজসেবা পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন

ক্রাইম টাইমস রিপোর্ট
সেপ্টেম্বর ১২, ২০২৫ ৮:৩৪ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশালের জেলা প্রশাসকের দায়িত্বগ্রহণের এক বছর পূর্তি উপলক্ষে সমাজসেবা পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।

বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন দায়িত্বগ্রহণের এক বছর পূর্ণ করেছেন। এ বিশেষ দিনটি উপলক্ষে জেলা সমাজসেবা পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ এ উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় বলেন—
“একজন জেলা প্রশাসক শুধু প্রশাসনিক দায়িত্বই পালন করেন না; তিনি হয়ে ওঠেন একটি জেলার উন্নয়ন, সংস্কৃতি ও মানবিক কর্মকাণ্ডের চালিকাশক্তি। গত এক বছরে মোহাম্মদ দেলোয়ার হোসেন স্যার যে নিষ্ঠা, দক্ষতা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করেছেন, তা আমাদের সকলের জন্য অনুপ্রেরণার। আপনার নেতৃত্ব, দিকনির্দেশনা ও মানবিক প্রয়াসে বরিশাল এগিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও আরও অগ্রসর হবে—এই আমাদের প্রত্যাশা।”

তিনি আরও বলেন, “জেলা সমাজসেবা পরিবার সবসময় প্রশাসনের পাশে থেকে সমাজকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। দারিদ্র্য বিমোচন, বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাভোগীদের সেবা প্রদানসহ নানা কর্মসূচি বাস্তবায়নে জেলা প্রশাসকের সার্বিক সহযোগিতা আমাদেরকে অনুপ্রাণিত করছে।” বরিশালের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড, জনবান্ধব প্রশাসন গড়ে তোলা এবং নাগরিক সেবাকে সহজতর করার ক্ষেত্রে জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেনের গৃহীত পদক্ষেপ ইতিমধ্যেই সর্বমহলে প্রশংসিত হয়েছে।

সাজ্জাদ পারভেজ আরও বলেন , “আমরা বিশ্বাস করি তাঁর আন্তরিক প্রচেষ্টা ও দূরদর্শী নেতৃত্বে আগামী দিনে বরিশাল হবে আরও উন্নত, সেবামুখী ও সমৃদ্ধ একটি জেলা। এই একবছরের সাফল্যের ধারাবাহিকতা আগামীতেও অব্যাহত থাকুক—এটাই আমাদের আন্তরিক কামনা।”