ঢাকাশুক্রবার , ১২ সেপ্টেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশালের গর্ব : মাত্র ১০ বছর বয়সে হাফেজ হলো আবদুল্লাহ

ক্রাইম টাইমস রিপোর্ট
সেপ্টেম্বর ১২, ২০২৫ ১০:২৯ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

‎নিজস্ব প্রতিবেদক :: বরিশালের গৌরনদীতে মাত্র ৮ মাসে পবিত্র কোরআনের হাফেজ হয়েছে ১০ বছরের শিশু সৈয়দ মো. আব্দুল্লাহ। এত কম সময়ের মধ্যে কোরআন হেফজ হওয়ার এই বিস্ময়কর সাফল্যেতে খুশি তার শিক্ষক, পরিবার, সহপাঠী ও এলাকাবাসীরা।


‎হাফেজ আবদুল্লাহ বরিশাল জেলার গৌরনদী উপজেলার দক্ষিণ গোবর্ধন এলাকার সৈয়দ জাহাঙ্গীর আলমের ছেলে ও উপজেলার হাপানিয়া গ্রামের হোসাইনিয়া কেরাতুল কোরআন নূরানী হাফেজিয়া মাদরাসার ছাত্র। ‎তার এই সাফল্যে মাদরাসার শিক্ষকরা বলছেন, পড়াশোনায় তার একাগ্রতা ও পরিশ্রম তাকে এই সাফল্য এনে দিয়েছে। তার এই কৃতিত্বে অন্য শিক্ষার্থীরাও অনুপ্রাণিত হবে বলে মনে করেন তারা।

‎হাফেজ সৈয়দ মো. আব্দুল্লাহ বলেন, পরিবারের সবার ইচ্ছে পূরণ করতে আমাকে হাফেজিয়া মাদরাসায় ভর্তি করে। আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে পড়াশোনা করেছি। মাদরাসার হুজুররা আমাকে সর্বোচ্চ সহযোগিতা করেছেন। আর এজন্যই আমি ভালো ফলাফল করতে সক্ষম হয়েছি। আমি ভবিষ্যতে পড়াশোনা করে বড় আলেম হতে চাই। আমি সকলের কাছে দোয়া চাচ্ছি।

‎আবদুল্লাহর মা বলেন, আমার ছেলের কৃতিত্বের সহিত হাফেজ হওয়ায় আমরা অত্যন্ত খুশি। আজকে আমার ইচ্ছা পূরণ হয়েছে, আমার ছেলে একজন হাফেজ হয়েছে। আপনারা আমার ছেলের জন্য দোয়া করবেন, সে যেন আলেম হয়ে ইসলামের খেদমত করতে পারে।