ঢাকাবৃহস্পতিবার , ১৮ সেপ্টেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে হালিমা খাতুন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে আইনি নোটিশ

ক্রাইম টাইমস রিপোর্ট
সেপ্টেম্বর ১৮, ২০২৫ ৪:০৩ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে সফটওয়্যার ব্যবস্থাপনার সেবার চুক্তি অনুযায়ী টাকা পরিশোধ না করার অভিযোগে হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজমা বেগমের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

 

ঢাকার কাফরুল এলাকার প্রতিষ্ঠান মাইসফট আইটি সলিউশন-এর ব্যবস্থাপনা পরিচালক মো. ওমর ফারুকের পক্ষে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট মো. মাঈন উদ্দিন নোটিশটি প্রদান করেন।

নোটিশে উল্লেখ করা হয়েছে, গত ২৫ মে ২০২৪ তারিখে মাইসফট আইটি সলিউশন ও হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে Edue সফটওয়্যার ব্যবস্থাপনার জন্য ২ বছরের চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী বিদ্যালয়কে প্রতি মাসে ২৪,৮০০ টাকা সার্ভিস চার্জ পরিশোধ করার শর্তে উভয় পক্ষ আবদ্ধ হন।

 

প্রতিষ্ঠানটির দাবি, চুক্তি অনুযায়ী মে ২০২৪ থেকে জুলাই ২০২৫ পর্যন্ত মোট ১৬ মাসের সার্ভিস চার্জ বাবদ ৩,৯৬,৮০০ টাকা বকেয়া রয়েছে। তবে বারবার মৌখিক ও লিখিত যোগাযোগ করেও বিদ্যালয় কর্তৃপক্ষ টাকা পরিশোধ করেনি।

আইনজীবীর পাঠানো নোটিশে বলা হয়েছে, নোটিশ প্রাপ্তির ১০ দিনের মধ্যে বকেয়া টাকা পরিশোধ করতে হবে। অন্যথায় প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফৌজদারি ও দেওয়ানি মামলা দায়ের করা হবে, যার সকল দায়-দায়িত্ব বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককেই বহন করতে হবে।

 

মাইসফট আইটি সলিউশন ও হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে Edue সফটওয়্যার ব্যবস্থাপনার দ্বায়িত্ব থাকা বরিশাল জোনাল পার্টনার মোঃ মেহেদী হাসান বলেন আমার আমদেরকে না জানিয়ে অবৈধভাবে তারা অন্য কোম্পানির সাথে চুক্তি করেছে।আমাদের বকেয়ে টাকারা জন্য ও হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে আইনি নোটিশ প্রেরণ করেছি।আমাদের বকেয়া টাকা না দিলে আমরা আইনি ব্যবস্থা গ্রহন করিব।

 

তবে উক্ত বিষয়ে জানতে চাইলে বরিশাল হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজমা বেগম বলেন মাইসফট আইটি সলিউশন ও হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে Edue সফটওয়্যার ব্যবস্থাপনার জন্য ২ বছরের চুক্তি স্বাক্ষরিত বিষয়ে কোন রেজুলেশন করা নেই।সাবেক প্রধান শিক্ষক তাদের সাথে চুক্তি করেছে আমি এ বিষয়ে কিছু জানিনা।টাকা পরিশোধের বিষয়ে বিদ্যালয়ের সভাপতি সিদ্ধান্ত নিবে।