ঢাকাবৃহস্পতিবার , ১৮ সেপ্টেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসচাপায় নিহত ১

ক্রাইম টাইমস রিপোর্ট
সেপ্টেম্বর ১৮, ২০২৫ ৪:১০ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

 নিজস্ব প্রতিবেদক :: পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের পাটুখালী কালভার্টের উত্তর পাশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কুয়াকাটা থেকে আসা মেঘনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে এসে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।তবে প্রতিবেদন লেখা পর্যন্ত মোটরসাইকেল আরোহী ব্যক্তির নাম পরিচয় জানা যায় নি।

দুর্ঘটনার পর স্থানীয়রা সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে।নিহত ব্যক্তির পরিচয় সনাক্তের কাজ চলছে।