ঢাকাবৃহস্পতিবার , ১৮ সেপ্টেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বিএমপির সাথে কাজ করছে নিসচা

ক্রাইম টাইমস রিপোর্ট
সেপ্টেম্বর ১৮, ২০২৫ ৮:৪১ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশালের যানজট নিরসন ও শৃঙ্খলা বজায় রেখে জনসাধারণের ভোগান্তি দূর করতে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) ট্রাফিক বিভাগের সাথে একযোগে কাজ করছে নিরাপদ সড়ক চাই (নিসচা) বরিশাল জেলা কমিটি।

আজ ১৮ সেপ্টেম্বর রাত সাড়ে ৭ টায় আমতলা মোড়, সাগরদী ব্রীজ সংলগ্ন এলাকায় ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে দ্বায়িত্ব পালন করেন নিসচার সাংগঠনিক সম্পাদক জুবায়ের ইসলাম চৌধুরী।

এ বিষয় জুবায়ের ইসলাম চৌধুরী বলেন, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আমরা সবসময় সড়কের শৃঙ্খলা রক্ষায় কাজ করে থাকি। আজকেও করেছি তবে এটা আমার কাছে নতুন কিছু নয়। সড়কে যানজট তথা জনভোগান্তি দেখলে সেটা নিরসন করা আমাদের সাংগঠনিক ও নৈতিক দ্বায়িত্ব।

এ সময় আরও উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ বিএমপি সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক) রতন চন্দ্র কর্মকার, সার্জেন্ট মোঃ আলী হোসেন, কনস্টেবল মো: রেজাউল ইসলামসহ অন্যান্যরা।