
নিজস্ব প্রতিবেদক :: বরিশালে অসুস্থ ডাব বিক্রেতা আলী মিয়ার পাশে জেলা প্রশাসক, মোহাম্মদ দেলোয়ার হোসেন।
বরিশাল মহানগরীর বেলস্ পার্কের ডাব বিক্রেতা হোসেন আলী হাওলাদারের জীবিকা ছিল ডাব বিক্রিই। অসুস্থ হয়ে পড়ায় একসময় হারান সব পুঁজি। চিকিৎসার খরচ জোগাতে নিতে হয় কিস্তির দায়ও। এতে চরম বিপাকে পড়েন এই দরিদ্র পরিবার।
এসএনডিসি সদস্যদের মাধ্যমে বিষয়টি জানতে পেরে মানবিকতার হাত বাড়িয়ে দেন স্থানীয় সামাজিক সংগঠন ৮৪ ইভেন্ট গ্রুপ। তাদের সহযোগিতায় গত মঙ্গলবার বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন নিজ হাতে আলী মিয়ার হাতে চার হাজার টাকার ডাব তুলে দেন।, এ সময় আরও উপস্থিত ছিলেন বরিশাল সমাজসেবার সহকারী পরিচালক মোঃ সাজ্জাদ পারভেজ।
এরপর বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় বেলস্ পার্কে গিয়ে দেখা যায়—আলী মিয়া আবারও ঝুড়ি ভরা ডাব নিয়ে বসে আছেন। নতুন আশায় মুখে তার হাসি ফুটে উঠেছে। স্থানীয়রা জানান, প্রশাসনের সহায়তা ও মানবিক উদ্যোগ তাকে আবারও জীবিকার পথে ফিরিয়ে আনতে সহায়ক হয়েছে।