
স্টাফ রিপোর্টার :: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. এস.এম জিয়াউদ্দিন হায়দার স্বপন শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল রিপোর্টার্স ইউনিটি (বিআরইউ) কার্যালয়ে সাংবাদিকদের সাথে এক আলোচনায় মিলিত হবেন। তিনি ঝালকাঠি সদর উপজেলার নৈকাঠি গ্রামের বাসিন্দা ও বিশ্বব্যাংকের সাবেক সিনিয়র স্বাস্থ্য ও পুষ্টি বিশেষজ্ঞ। তাঁর অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগিয়ে দলের সার্বিক উন্নয়ন, ঐক্য ও সংহতি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আশা প্রকাশ করেন বিএনপি।
ড. জিয়াউদ্দিন হায়দারের পেশাগত ও শিক্ষাজীবনঃ- বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস, ফিলিপাইন বিশ্ববিদ্যালয় থেকে খাদ্য ও পুষ্টি পরিকল্পনায় মাস্টার্স এবং সুইডেনের উমিয়া বিশ্ববিদ্যালয় থেকে পুষ্টি ও মহামারীবিদ্যায় পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি বিশ্বব্যাংকের সিনিয়র স্বাস্থ্য ও পুষ্টি বিশেষজ্ঞ হিসেবে দীর্ঘ ৩০ বছর এশিয়া, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার ৩৫টিরও বেশি দেশে স্বাস্থ্য, পুষ্টি ও টেকসই উন্নয়নে কাজ করেছেন। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তিনি বিশ্বব্যাংক থেকে অবসর গ্রহণ করেন এবং বর্তমানে ফিলিপাইন বিশ্ববিদ্যালয়ের অ্যাডজাঙ্কট সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।
ড. জিয়াউদ্দিন হায়দারের রাজনৈতিক জীবনঃ- ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। আশির দশকে বরিশাল জেলা ছাত্রদলের সহ-সভাপতি এবং শের-ই-বাংলা মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি ছিলেন তিনি। তার দুই ভাই অধ্যাপক ডা. খালিদ মাহমুদ শাকিল ও ডা. এস.এম আনোয়ার পারভেজ শের-ই-বাংলা মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি এবং ছাত্রসংসদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন।
সাংবাদিকের এক প্রশ্নের জবাবে ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমার ওপর যে আস্থা রেখেছেন, তা আমি নিষ্ঠার সঙ্গে পালনের চেষ্টা করবো। দেশে উন্নয়নকেন্দ্রিক যে নতুন ধারার রাজনীতি তিনি শুরু করেছেন, তা তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে কাজ করবো।”
উল্লেখ্য, ড. জিয়াউদ্দিন হায়দার করোনাকালীন সময়ে তৎকালীন আওয়ামী লীগ সরকারের ব্যর্থতা ও দেশের স্বাস্থ্য ব্যবস্থার সংকট নিয়ে আন্তর্জাতিক ও জাতীয় গণমাধ্যমে লেখালেখি করেন। তিনি স্বাস্থ্য খাতে টেকসই উন্নয়নের প্রয়োজনীয়তা নিয়েও নিয়মিত মতামত প্রকাশ করে আসছেন। চলিত বছরের ১০ মার্চ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ড. জিয়াউদ্দিন হায়দার কে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হওয়ার তথ্য জানান।