ঢাকাশনিবার , ২০ সেপ্টেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বাবুগঞ্জে ধাওয়া খেয়ে ট্রাকে ফেলে পালাল গরু-ছাগল চোর চক্র

ক্রাইম টাইমস রিপোর্ট
সেপ্টেম্বর ২০, ২০২৫ ৪:২০ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি :: বরিশালের বাবুগঞ্জে গভীর রাতে গরু-ছাগল চুরি করে ট্রাকে করে পালানোর সময় ধাওয়া খেয়ে ফেলে রেখে যায় সংঘবদ্ধ চোর চক্র। শনিবার (২০ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চোরচক্র ট্রাকে করে গরু-ছাগল নিয়ে পালাচ্ছিল। কিন্তু রাস্তা ভাঙা ও সংকীর্ণ হওয়ায় ট্রাকটি পাশের খালের পাড়ে আটকে যায়। তখন উপায় না দেখে চোরেরা ইসলামপুর, জাহাপুর ও ঠাকুরমল্লিক এলাকার কেন্দ্রস্থল খলিফা মার্কেটের সামনে ট্রাকে থাকা ২টি গরু ও ১টি ছাগল ফেলে রেখে পালিয়ে যায়।

পরে এলাকাবাসী ট্রাকটি জব্দ করে পুলিশে খবর দেন। ধারণা করা হচ্ছে, এটি একটি সংঘবদ্ধ গরু চোর চক্রের কাজ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সম্প্রতি জাহাঙ্গীর নগর ইউনিয়নের বিভিন্ন স্থানে একাধিক গরু চুরির ঘটনা ঘটায় গরুর খামারি ও পশুপালকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

এ বিষয়ে জাহাঙ্গীর নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল আহসান খান হিমু বলেন, “গরু চুরির বিষয়টি আজ সকালে জানতে পারি। পরে ফেসবুকের মাধ্যমে খবর পাই যে একটি চোর চক্র ট্রাকে গরু রেখে পালিয়েছে।”

বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল আলম জানান, “গরুসহ ট্রাক রেখে পালিয়েছে চোর চক্রটি। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”