
নিজস্ব প্রতিবেদক ::বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দারকে বরিশাল রিপোর্টার্স ইউনিটির সংবর্ধনা
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও বিশিষ্ট শিক্ষাবিদ ড. জিয়াউদ্দিন হায়দার শনিবার দুপুরে বরিশাল রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে আসেন। তাঁর আগমনে সংগঠনের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও মানপত্র প্রদান করা হয়।
সংগঠনের সভাপতি আনিসুর রহমান খান স্বপন ও সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ অতিথিকে শুভেচ্ছা জানিয়ে মানপত্র তুলে দেন। এ সময় বরিশাল রিপোর্টার্স ইউনিটির অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরাও উপস্থিত ছিলেন।
ড. জিয়াউদ্দিন হায়দার সংবর্ধনা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “বরিশাল আমার কাছে সবসময়ই প্রিয় এলাকা। এখানকার সাংবাদিকরা সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন জেনে আমি আনন্দিত। দেশের গণতন্ত্র ও সত্য সংবাদ প্রচারে রিপোর্টার্স ইউনিটির ভূমিকা প্রশংসনীয়।”
তিনি আরও বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের কলমের মাধ্যমে সমাজের অসঙ্গতি, দুর্নীতি ও অনিয়ম তুলে ধরা সম্ভব। সেই কাজ সাহসিকতার সঙ্গে চালিয়ে যেতে হবে।”
অনুষ্ঠানে বক্তারা বলেন, ড. জিয়াউদ্দিন হায়দার শুধু রাজনীতিক নন, তিনি একজন গবেষক ও শিক্ষাবিদও। তাঁর অভিজ্ঞতা তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
শেষে উপস্থিত অতিথিদের জন্য দোয়া করা হয় এবং সংগঠনের পক্ষ থেকে ড. হায়দারকে ধন্যবাদ জানানো হয়।