ঢাকারবিবার , ২১ সেপ্টেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে ১১ মাসে কুরআনে হাফেজ ১০ বছর বয়সী শিহাব

ক্রাইম টাইমস রিপোর্ট
সেপ্টেম্বর ২১, ২০২৫ ৭:৩০ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে ১১ মাসে কুরআনে হাফেজ ১০ বছর বয়সী শিহাব

বরিশাল বিভাগের  ঝালকাঠি জেলার কাঁঠালিয়ায় ১০ বছর বয়সী শিহাব মাহমুদ ১১ মাসে পবিত্র কুরআন মুখস্ত করে হাফেজ হয়েছেন।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) উপজেলা সদরের কায়েদাবাদ হাফিজুর রহমান তাহফিজুল কুরআন মাদ্রাসায় সমাবর্তন অনুষ্ঠানে আনুষ্ঠিকভাবে তাকে পাগড়ি পড়ানো হয়। ওই অনুষ্ঠানে শিহাবসহ আরও আটজনকে পাগড়ি পড়ানো হয়।

হাফেজ শিহাব মাহমুদ ২০১৬ সালের ১ জানুয়ারী দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার স্টাফ রিপোর্টার ও কাঠালিয়া সদরের বাসিন্দা মো. শহীদুল ইসলাম ও শিক্ষিকা মাহমুদা আক্তারের দাম্পত্য জীবনে দুনিয়ার আলোর মুখ দেখেন।

দ্রুত সময়ে ৩০ পারা কুরআন হিফজ (মুখস্ত) করায় আনন্দিত তার পরিবার ও শিক্ষকরা। শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শিহাবের পিতা সাংবাদিক শহীদুল ইসলাম বলেন, সন্তান আমাদের স্বপ্ন পুরণ করেছে।

মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে স্কুল শিক্ষিকা মা মাহমুদা আক্তার বলেন, আমরা খুবই আনন্দিত।

হিফজ বিভাগের প্রধান শিক্ষক হাফেজ আবদুল কাদের বলেন, শিহাব ভর্তি হবার পর থেকেই আল্লাহর রহমত ওর উপরে আছে, তেমনটা লক্ষ করতে পেরেছি। একবার কোন পড়া দিলে সেটা অল্প সময়ের মধ্যেই দিতে পারতো। আশা করছি, শিহাব কুরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে দেশ বিদেশে মাদ্রাসার সুনাম বয়ে আনবে।