ঢাকারবিবার , ২১ সেপ্টেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মেট্রোপলিটন পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত 

ক্রাইম টাইমস রিপোর্ট
সেপ্টেম্বর ২১, ২০২৫ ৭:৫০ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মেট্রোপলিটন পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় নগর পুলিশের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

রোববার দুপুরে শুরু হওয়া সভায় নগরীর পূজা কমিটির নেতৃস্থানীয় সদস্যদের পাশাপাশি ৪৭টি পূজা মন্ডপের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

সভায় নগর পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বলেন, দুর্গাপূজা উপলক্ষে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

তিনি আশ্বাস দেন, এতে করে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রোধ করা সম্ভব হবে।

 

এ সময় তিনি পূজা উদযাপন কমিটির নেতাদের কাছে পুলিশকে সহায়তা করার আহ্বান জানান। বরিশাল জেলায় এ বছর মোট ৬৪০টি পূজা মন্ডপ অনুষ্ঠিত হবে।