ঢাকাসোমবার , ২২ সেপ্টেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশাল কোতয়ালী মডেল থানার ভেতর থেকে আসামি পলায়ন : কনস্টেবল প্রত্যাহার

ক্রাইম টাইমস রিপোর্ট
সেপ্টেম্বর ২২, ২০২৫ ১১:০১ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল কোতয়ালী মডেল থানার হাজত থেকে ওয়ারেন্টভুক্ত এক আসামি পালিয়ে গেছে। রবিবার (২১ সেপ্টেম্বর) রাত ১০টার পর এ ঘটনা ঘটে। তবে বিষয়টি প্রকাশ পায় সোমবার সন্ধ্যায়। পালিয়ে যাওয়া আসামির নাম জয়, তিনি নগরীর স্ব-রোড এলাকার বাসিন্দা এবং স্থানীয় আওয়ামী লীগ কর্মী হিসেবে পরিচিত।

থানা সূত্রে জানা যায়, রবিবার বিকেলে আমানতগঞ্জ এলাকা থেকে জয়কে আটক করে থানায় নিয়ে আসে এএসআই ইসমাইল হোসেন। রাত ১০টার দিকে তাকে খাবার দেওয়া হয়। এ সময় স্ত্রী খাবার নিয়ে হাজতে এলে সেন্ট্রির দায়িত্বে থাকা কনস্টেবল তালা খোলেন। সুযোগে জয় ধাক্কা মেরে থানার পেছনের গেট দিয়ে পালিয়ে যায়। প্রায় ১০ মিনিট পর ঘটনাটি ওসিকে জানানো হলেও সে সময় থানায় দায়িত্বশীল কেউ উপস্থিত ছিলেন না।

পালিয়ে যাওয়া জয় একটি মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি বলে জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শফিকুল ইসলাম। তবে সন্ত্রাসবিরোধী আইনের কোনো মামলায় তার নাম নেই বলে তিনি দাবি করেন। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট কনস্টেবলকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। পাশাপাশি কারো অবহেলা প্রমাণিত হলে তদন্ত শেষে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তিনি।

এদিকে থানা-সংলগ্ন নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, জয় আওয়ামী লীগের স্লোগান দেয়ার ঘটনায় দায়ের হওয়া সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৬ নম্বর আসামি। এছাড়া একটি মাদক মামলায়ও তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

এ ঘটনায় পুলিশি নিরাপত্তা ব্যবস্থার শিথিলতা ও অবহেলা নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক সমালোচনা দেখা দিয়েছে।