ঢাকাশনিবার , ২৭ সেপ্টেম্বর ২০২৫

উজিরপুরে  যাত্রী বোঝাই মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ৫

ক্রাইম টাইমস রিপোর্ট
সেপ্টেম্বর ২৭, ২০২৫ ৪:৩০ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: উজিরপুরে  যাত্রী বোঝাই মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ৫

বরিশাল জেলার উজিরপুরে যাত্রী বোঝাই মাইক্রোবাস খাদে পড়ে গেছে। এতে চালকসহ অন্তত ৫ জন গুরুত্বর আহত হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার শিকারপুর ইউনিয়নের মুন্ডপাশা গ্রামে এ দুর্ঘটনা ।

স্থানীয় সূত্রে জানা যায়- বরিশাল থেকে যাত্রী বোঝাই মাইক্রোবাসটি ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়ে উজিরপুর উপজেলার নতুন শিকারপুর সংলগ্ন মুন্ডপাশায় পৌঁছলে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে চালকসহ ৫ জন গুরুত্বর আহত হয়। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীণ রয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় মোঃ কাওছার হোসেন রাড়ী ও মোঃ রফিকুল ইসলাম। দুপুর সাড়ে ১২ টার দিকে হাইওয়ে পুলিশের টীম উদ্ধার কার্যক্রম শুরু করে।