ঢাকারবিবার , ২৮ সেপ্টেম্বর ২০২৫

বরিশালে জেলা প্রশাসন এর আয়োজনে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস  উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

ক্রাইম টাইমস রিপোর্ট
সেপ্টেম্বর ২৮, ২০২৫ ১০:৫১ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে জেলা প্রশাসন এর আয়োজনে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস  উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত।

পরিবেশ রক্ষায় ডিজিটাল যুগে তথ্যের অধিকার নিশ্চিত করণ এই স্লোগান নিয়ে আজ ২৮ সেপ্টেম্বর রবিবার বিকাল ৪ টায় জেলা প্রশাসন বরিশাল এর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরিশাল উপমা ফারিসা। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার বরিশাল মোঃ আলাউল হাসান, সভাপতি সচেতন নাগরিক কমিটি (সনাক) বরিশাল অধ্যাপক গাজী জাহিদ হোসেনসহ উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সুধীজন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অতিথিরা আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২৫ এর বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক তথ্য অধিকার অইনের বাস্তবায়নে সবাইকে নিজ নিজ স্থান থেকে কাজ করার আহবান জানান।