ঢাকাসোমবার , ২৯ সেপ্টেম্বর ২০২৫

বরিশালে জেলা প্রশাসক গেল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ট্রফি উন্মোচন উদ্বোধন

ক্রাইম টাইমস রিপোর্ট
সেপ্টেম্বর ২৯, ২০২৫ ১১:৫৫ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে জেলা প্রশাসক গেল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ট্রফি উন্মোচন উদ্বোধন ।

খেলাধুলা আমাদের তরুণ সমাজকে গড়ে তোলে তেমনি সাংস্কৃতিক ঐক্য প্রতিফলিত হয়। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এই স্লোগান নিয়ে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে বহু আকাঙ্ক্ষিত জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর ট্রফি উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আজ ২৯ সেপ্টেম্বর সোমবার বিকাল সাড়ে ৪ টায় জেলা প্রশাসন বরিশাল এর আয়োজনে করি জীবনানন্দ দাশ স্টেডিয়াম (আউটার স্টেডিয়াম) বরিশালে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুসিকান্ত হাজং, উপজেলা নির্বাহী কর্মকর্তা বরিশাল সদর ও বাবুগঞ্জ, সহকারী কমিশনার ভূমিবৃন্দসহ খেলোয়াড়দের অংশগ্রহণে উপজেলা ভিত্তিক খেলোয়াড়দের জার্সি ও টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করা হয়। ট্রফি উন্মোচন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন। আগামীকাল ৩০ সেপ্টেম্বর দুপুর ২টা ৩০ মিনিটে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে কবি জীবনানন্দ দাশ বরিশাল স্টেডিয়ামে বাকেরগঞ্জ বনাম মেহেন্দিগঞ্জ উপজেলার মধ্যকার উদ্বোধনী খেলা দিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর পর্দা উন্মোচিত হবে। বরিশাল জেলার ১০ টি উপজেলা এবং বরিশাল সিটি কর্পোরেশনসহ মোট ১১টি দল নিয়ে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। খেলায় একাধিক বিদেশি খেলোয়াড়ের অংশগ্রহণ থাকবে। খেলায় চ্যাম্পিয়ন ১ লক্ষ টাকা ও রানার্স আপ ৫০ হাজার টাকা।