
নিজস্ব প্রতিবেদক :: নিজের মায়ের পৈত্রিক সম্পত্তিতে বসবাস করতে গিয়ে নানা হয়রানি, মানসিক নির্যাতন ও উচ্ছেদের হুমকির শিকার হচ্ছেন মোহাম্মদ তৌহিদ পারভেজ নামে এক ব্যক্তি। দীর্ঘ ১৭ বছর ধরে বসবাস করা বাড়ি ( মফিজ মঞ্জিল) থেকে তাকে উচ্ছেদ করার জন্য নানা কৌশলে চাপ সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।
বরিশাল নগরীর স্ব-রোড এলাকার বাসিন্দা মোহাম্মদ তৌহিদ পারভেজ জানান, তার মা মরহুমা উম্মে সালমার পৈত্রিক সম্পত্তি মফিজ মঞ্জিলে ১৭ বছর যাবত তারা পরিবারসহ বসবাস করছেন। কিন্তু ২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি তার মা মৃত্যুবরণ করার পর থেকেই পরিবারের ওপর শুরু হয় আত্মীয়-স্বজনের নিপীড়ন।
তৌহিদ পারভেজ বলেন, “মা মারা যাওয়ার কয়েক মাস পর থেকেই আমার মামা একেএম আরিফুর রহমান গং আমাদের সঙ্গে খারাপ আচরণ শুরু করে। তারা বিভিন্নভাবে মানসিক চাপ সৃষ্টি করে আমাদের বাড়ি ছেড়ে যেতে বাধ্য করার চেষ্টা করে।
ভাড়াটিয়াদের মাধ্যমেও আমাদের হয়রানি ও হুমকি দেওয়া হয়। তাদের একমাত্র উদ্দেশ্য— আমরা যেন চলে যাই এবং তারা আমার মায়ের সম্পত্তি দখল করে নিতে পারে।”
পারভেজ আরও অভিযোগ করেন, নির্যাতন সহ্য করতে না পেরে তিনি এলাকাবাসী ও আইনি সাহায্য চেয়েছিলেন। কিন্তু এরপরও হয়রানি ও মানসিক নির্যাতনের মাত্রা কমেনি, বরং দিন দিন তা আরও বেড়ে গেছে।
এই পরিস্থিতিতে অসহায় তৌহিদ পারভেজ প্রধান উপদেষ্টা ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তিনি বলেন, “আমি আমার ন্যায্য অধিকার চাই। আমার মা যেই সম্পত্তি রেখে গেছেন, সেই বাড়িতে যেন শান্তিতে বসবাস করতে পারি—এই দাবি জানাচ্ছি। আমাদের প্রতি চলমান নির্যাতন বন্ধে প্রশাসনের দ্রুত পদক্ষেপ প্রয়োজন।”
ঘটনার সততা জানতে চাইলে, একেএম আরিফুর রহমান বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যে, আমি আমার বোনের সম্পত্তি সকল বোন ও ভাগ্নেদের মাঝে বন্টন করে দিয়েছি।