ঢাকাশুক্রবার , ৩ অক্টোবর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বানারীপাড়ায় আন্তঃ ফুটসাল ফুটবল টুর্নামেন্টে লাল দলের জয়

ক্রাইম টাইমস রিপোর্ট
অক্টোবর ৩, ২০২৫ ১১:১২ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: ডিসি কাপকে সামনে রেখে বরিশালের বানারীপাড়ায় অনুষ্ঠিত হলো দুই দিনব্যাপী আন্তঃ ফুটসাল ফুটবল টুর্নামেন্ট। লাল, সবুজ, হলুদ ও নীল—এই চারটি দলের অংশগ্রহণে শুরু হওয়া টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় লাল ও সবুজ দল।

রোমাঞ্চকর খেলায় লাল দল ৩-০ গোলে সবুজ দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফাইনালে হ্যাটট্রিক গোল করে আলোচনায় আসেন চাখারের সাব্বির।

খেলা শেষে খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন জনাব মো: আলাউদ্দিন, জনাব মো: আলমগীর হোসেন এবং জনাব মো: মন্টু মিয়া। টুর্নামেন্টের ম্যাচগুলো পরিচালনা করেন শফিকুল আলম জুয়েল।

এ প্রতিযোগিতার প্রধান পৃষ্ঠপোষক ছিলেন ডা. রোমান ইবনে আহাদ (এমবিবিএস, বিসিএস), রেসিডেন্ট, জাতীয় বক্ষ্যব্যাধি হাসপাতাল।