ঢাকামঙ্গলবার , ২৮ অক্টোবর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বিপিএলে নতুন মালিকানায় বরিশাল দল!

ক্রাইম টাইমস রিপোর্ট
অক্টোবর ২৮, ২০২৫ ৮:২৮ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: সদ্য শেষ হওয়া বিসিবি নির্বাচনের পর থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অংশ না নেওয়ার কথা জানিয়ে আসছেন ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান। ধারণা করা হচ্ছিল শেষ পর্যন্ত দেখা যাবে গত দুই আসরের চ্যাম্পিয়নদের। আগামী ৫ বছরের জন্য ফ্র্যাঞ্চাইজি নিতে আবেদন জমা দেওয়ার শেষ সময় ছিল আজ।

জানা গেছে, মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল পর্যন্ত মালিকানা নিতে ৬টি ফ্র্যাঞ্চাইজির জন্য ১০টি প্রতিষ্ঠান আবেদন করেছে। তবে জমা দেওয়া প্রতিষ্ঠানের তালিকায় নেই ফরচুন গ্রুপ। তবে বিপিএলের বরিশালের দল নিতে আগ্রহ প্রকাশ করেছে আকাশবাড়ী হোলিডেইজ।

 

বিশ্বকাপ ব্যর্থতার দায় নিজের কাঁধে নিলেন জ্যোতি
ফলে বরিশালের ক্রিকেটভক্তদের কথা চিন্তা করে বিসিবি দল দিয়ে তার মালিকানায় থাকবে আকাশবাড়ী হোলিডেইজ নামক প্রতিষ্ঠানটি।

বিপিএলে দল নিতে হলে প্রথম বছরে ২ কোটি টাকা ফ্র্যাঞ্চাইজি ফি দিতে হবে। ২০২৭ সাল থেকে সেটা আরও ১৫ শতাংশ করে বাড়তে থাকবে। সবমিলিয়ে ৫ বছরে একটি ফ্র্যাঞ্চাইজিকে মোট সাড়ে ১৩ কোটি টাকা ফি জমা দিতে হবে।

এ ছাড়া প্রতি আসরের আগে প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে ৬ মাসের জন্য ১০ কোটি টাকা ব্যাংক গ্যারান্টি দিতে হবে। বিপিএলের আগামী আসর থেকে ফ্র্যাঞ্চাইজিদের লভ্যাংশের ৩০ শতাংশ শেয়ার করবে বিসিবি।