
নিজস্ব প্রতিবেদক :: আজ শেষ হচ্ছে ১২তম বিপিএলের ফ্র্যাঞ্চাইজি চেয়ে আবেদনের সময়। জানা গেছে, বেশ কয়েকটি প্রতিষ্ঠান ফ্র্যাঞ্চাইজি চেয়ে এরই মধ্যে বোর্ডের কাছে আবেদন করেছে। তবে এই মৌসুমে থাকছে না বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল।
সোমবার (২৭ অক্টোবর) রাত পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ২টি ফ্র্যাঞ্চাইজির আবেদন করেছে বলে জানা গেছে। দল দুটি গেলোবারের ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালস ও নতুন ফ্র্যাঞ্চাইজি কুমিল্লা ফাইটার্স।
এবার ৫ থেকে ৬টি ফ্র্যাঞ্চাইজি নিয়ে বিপিএল আয়োজনের পরিকল্পনা বিসিবি’র। আজ আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠান ফ্র্যাঞ্চাইজি চেয়ে আবেদন করার কথা আছে। সন্ধ্যায় বিষয়গুলো নিয়ে সভায় বসার কথা বোর্ড কর্তাদের। সেখানে চূড়ান্ত করা হবে কারা পাচ্ছে ফ্র্যাঞ্চাইজি।
১৭ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা আসন্ন বিপিএলের ড্রাফট। তাই ১-২ দিনের মধ্যেই চূড়ান্ত ফ্র্যাঞ্চাইজি তালিকা প্রকাশ করবে বিসিবি।


