ঢাকাসোমবার , ১৩ অক্টোবর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে ইয়াবাসহ শ্রমিকদল নেতা গ্রেপ্তার

ক্রাইম টাইমস রিপোর্ট
অক্টোবর ১৩, ২০২৫ ১:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে ইয়াবাসহ শ্রমিকদল নেতা গ্রেপ্তার।

বরিশাল বিভাগের ভোলার চরফ্যাসনে ২০ পিস ইয়াবাসহ উপজেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করা হয়েছে।শনিবার রাতে চরফ্যাসন বাজারের বটতলা রোড থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা দায়েরের পর গতকাল রোববার সকালে আদালতে সোপর্দ করা হয়।
গ্রেপ্তারকৃত মোহাম্মদ আলী জিন্নাগড় ইউনিয়নের কাঞ্চন আলীর ছেলে ।

পুলিশ জানায়, শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী পুলিশের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন যাবত মাদক বেচা-বিক্রিতে জড়িত ছিলো। শনিবার রাত ১১ টায় তিনি বাজারের বটতলা রোডে ইয়াবা বিক্রি করছিলেন এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশী করে তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
চরফ্যাসন থানার ওসি মিজানুর রহমান হাওলাদার জানান, মাদকসহ গ্রেপ্তারকৃত মোহাম্মদ আলীর বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।