ঢাকাবৃহস্পতিবার , ৬ নভেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে ১৬ বছরের কিশোরীকে ধর্ষণ তিনজনের নামে মামলা

ক্রাইম টাইমস রিপোর্ট
নভেম্বর ৬, ২০২৫ ১:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বিয়ের কথা বলে ১৬ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বিচারক মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দেন। বুধবার বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামলাটি আমলে নিয়ে ওই নির্দেশ প্রদান করেন। এই তথ্য নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারী আজিবুর রহমান। যাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে তারা হলেন : গৌরনদীর বড় কসবা গ্রামের মোহাম্মদ আলী হায়দার খান, মো: সানাউল খান, সীমা খান। এরা সবাই একই পরিবারের সদস্য। বাদির কন্যা ও এক নম্বর আসামি একই মাদ্রাসায় পড়াশুনা করে। আসামি বিয়ের কথা বলে বাদির কন্যা কে ধর্ষণ করে। এ ব্যাপারে গৌরনদীর খাঞ্জাপুর গ্রামের মরিয়ম বেগম বাদি হয়ে বুধবার মামলা করলে বিচারক তা আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দেন।