ঢাকাবুধবার , ১৯ নভেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বাবুগঞ্জে ছাত্রদল নেতা হত্যা*কা*ণ্ড : ২১ জনের নামে মা*মলা! 

ক্রাইম টাইমস রিপোর্ট
নভেম্বর ১৯, ২০২৫ ৮:৩৭ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....
নিজস্ব প্রতিবেদক ::  বরিশালের বাবুগঞ্জে ছাত্রদল নেতা রবিউল ইসলাম হত্যা মামলায় ২১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৮-৯ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাতে নিহত ছাত্রদল নেতা রবিউল ইসলামের বাবা মিজানুর রহমান ওরফে দুলাল হাওলাদার বাদী হয়ে স্বেচ্ছাসেবক দলের নেতা আউয়াল হাওলাদারকে ১ নম্বর আসামি করে এ মামলা করেন।
বাবুগঞ্জ থানার ওসি (তদন্ত) পলাশ চন্দ্র সরকার মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি জানান, তদন্তের স্বার্থে এই মুহূর্তে কোনো তথ্য দেওয়া যাবে না।
তিনি আরও বলেন, ঘটনাস্থলে স্থাপিত সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে আমরা হত্যায় জড়িতদের শনাক্ত করার চেষ্টা করছি। কোনো নিরীহ ব্যক্তিকে ব্যক্তিগত আক্রোশবশত হয়রানি করা হবে না।
তবে এ বিষয়ে জাহাঙ্গীরনগর ইউনিয়নের একাধিক  ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে জানান, হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ব্যক্তিগত শত্রুতার জেরে নিরীহ কিছু মানুষের নাম মামলায় অন্তর্ভুক্ত করার পায়তারা চলছে। যা রাজনৈতিক প্রতিহিংসামূলক আচরণ।
এ বিষয়ে বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ খান সাংবাদিকদের বলেন,
এই হত্যাকাণ্ডকে কোনোভাবেই ভিন্ন খাতে প্রবাহিত করার সুযোগ নেই। যারা প্রকৃতভাবে ঘটনায় জড়িত, শুধু তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হোক—এটাই আমাদের প্রত্যাশা। রাজনৈতিক প্রতিপক্ষ বানিয়ে কাউকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করা মোটেও বরদাস্ত করা হবে না।
উল্লেখ্য, সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় জাহাঙ্গীরনগর ইউনিয়নে শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে ছাত্রদল নেতাকর্মীরা মিষ্টি বিতরণ করছিলেন। এসময় ইউনিয়ন ছাত্রদল সহ-সভাপতি রবিউল ইসলাম ও স্বেচ্ছাসেবক দলের নেতা মো. আউয়াল হাওলাদারের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে আউয়াল হাওলাদার ধারালো অস্ত্র দিয়ে রবিউল ইসলামকে কুপিয়ে গুরুতর জখম করেন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।