ঢাকাবুধবার , ১৯ নভেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশাল নগরীতে কালাম ওরফে লুডু কালাম নামে এক আ.লীগ নেতা গ্রেপ্তার

ক্রাইম টাইমস রিপোর্ট
নভেম্বর ১৯, ২০২৫ ৭:১৪ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....
নিজস্ব প্রতিবেদক :: বরিশাল নগরীতে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ মহানগর আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে নগরীর ধান গবেষণা রোড এলাকার নিজ বাসা থেকে মোহাম্মদ কালাম ওরফে লুডু কালাম নামের ওই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার কালাম বরিশাল মহানগর আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ড শাখার সহসভাপতি। তিনি ধান গবেষণা রোড এলাকার বাসিন্দা আব্দুল মোতালেবের ছেলে।
কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান  এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তার কালামকে বিএনপির অফিস পোড়ানোসহ একাধিক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালতের বিচারক তাকে কারাগারে পাঠিয়েছেন।
স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগ নেতা কালাম ক্ষমতার আমলে এলাকার মানুষের ওপর জুলুম-নির্যাতন এবং দখলদারিত্ব করেছেন।
এসব বিষয়ে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থাগ্রহণের কথা জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান।