ঢাকাসোমবার , ২৪ নভেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে থানা ব্যারাক থেকে এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার 

ক্রাইম টাইমস রিপোর্ট
নভেম্বর ২৪, ২০২৫ ১০:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: থানা ব্যারাক থেকে এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার।

চট্টগ্রাম মহানগরের চকবাজার থানার ব্যারাকের টয়লেট থেকে মো. অহিদুর রহমান (৩২) নামে এক সহকারী উপ-পুলিশ পরিদর্শকের (এএসআই) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

রবিবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে টয়লেটের দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

মৃত অহিদুর রহমান কয়েক মাস আগে বরিশাল রেঞ্জ থেকে চট্টগ্রামে বদলি হয়ে আসেন। তিনি চকবাজার থানায় সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) পদে কর্মরত ছিলেন। তিনি নোয়াখালীর কবিরহাট উপজেলার বনিদত্ত বাজার এলাকার মো.
শহীদুল্লাহর ছেলে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, ‘সকালে গামছা ও সাবান নিয়ে ব্যারাকের টয়লেটে যান অহিদুর। সকাল সাড়ে ১০টার দিকে আরেক পুলিশ সদস্য টয়লেটে যাবার জন্য গেলে ভেতর থেকে দরজা লাগানো অবস্থায় দেখতে পান। অনেকক্ষণ অপেক্ষার পর ডাকতে থাকলে ভেতর থেকে কোনো সাড়া আসেনি। তিনি বিষয়টি অন্যদের জানালে দরজা ভাঙা হয়। তখন অহিদুরকে টয়লেটের ছাদের হুকের সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। সেখান থেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অহিদুল আত্মহত্যা করেছেন বলে ধারণা করছি।’