
নিজস্ব প্রতিবেদক :: বরিশালে টানা তিন বছর ধরে এক মাদ্রাসা ছাত্রকে বলৎকার, শিক্ষক আটক
টানা তিন বছর ধরে এক মাদ্রাসা ছাত্রকে বলৎকারের অভিযোগে রবিবার (৭ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে মাদ্রাসা শিক্ষককে আটক করেছে বরিশাল মহানগরীর কাউনিয়া থানা পুলিশ।
অভিযোগ উঠেছে, পেশায় একজন হাফেজ (মাদ্রাসায় হিফয বিভাগের শিক্ষক) কর্তৃক ভূক্তভোগী শিশুকে (১৩) টানা তিনবছর পর্যন্ত বলৎকার করা হচ্ছে। অর্থাৎ ১০ বছর বয়স থেকে ওই শিশুর সাথে ব্যাভিচার করে আসছে আটক লম্পট শিক্ষক।
বরিশাল নগরীর আমানতগঞ্জ এলাকার একটি মাদ্রাসার ছাঁদে নিয়ে রবিবার বিকেলে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের সময় নির্যাতিত শিশুর পরিবারের সদস্যরা হাতেনাতে বরিশালের চরমোনাই ইউনিয়নের বুখাইনগর এলাকার বাসিন্দা লম্পট ওই শিক্ষককে ধরে উত্তম-মাধ্যম দিয়েছে।
মুহুর্তের মধ্যে বিষয়টি সর্বত্র ছড়িয়ে পরার পর রবিবার দিবাগত রাতে স্থানীয়দের সহযোগিতায় কাউনিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত শিক্ষককে আটক করে থানা হেফাজতে নিয়েছেন।
কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানিয়েছেন-পুরো বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


