ঢাকাসোমবার , ৮ ডিসেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে সড়ক দূর্ঘটনা প্রতিরোধে স্পীড ব্রেকার নির্মাণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন অনুষ্ঠিত

ক্রাইম টাইমস রিপোর্ট
ডিসেম্বর ৮, ২০২৫ ৭:৩৫ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

পারভেজ :: বরিশালে সড়ক দূর্ঘটনা প্রতিরোধে স্পীড ব্রেকার নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

নগরীর টিটিসি জামে মসজিদ সংলগ্ন সিঅ্যান্ডবি রোড এলাকায় সড়ক দূর্ঘটনা প্রতিরোধে ৮ ই ডিসেম্বর সোমবার সকাল ১১ ঘটিকা থেকে ঘন্টা ব্যাপী সাধারণ শিক্ষার্থী ও এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন আয়োজন করা হয়।

উক্ত মানববন্ধনে ডিডাব্লিএফ নার্সিং কলেজের অধ্যাপক সুদীপ কুমার নাথ,আনোয়ারা নার্সিং কলেজের এডমিন পরিচালক মাহাদী সাগর,টিটিসি এর শিক্ষক কাজী সিহাব,গার্ডিয়ান নার্সিং ভর্তি ও নিয়োগ কোচিং বরিশাল এর পরিচালক সৌরভ হাওলাদার, পাবলিক হেলথ জামে মসজিদ এর মুয়াজ্জিন মোঃ মাইদুল ইসলাম, শিক্ষার্থী রিসাদ খানসহ আরো অনেকে বক্তব্য রাখেন।

মানববন্ধনে বক্তারা বলেন, বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। বেপরোয়া যানবাহন চলাচল, অবৈধ পার্কিং, সড়কের দুরবস্থা ও ট্রাফিক ব্যবস্থাপনার ঘাটতি দুর্ঘটনার মূল কারণ। তাই দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা।

মানববন্ধনে বিভিন্ন প্রতিষ্ঠাণের শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন বয়সী সাধারণ মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে অংশ নেন। তারা ব্যানার-ফেস্টুন নিয়ে নিরাপদ সড়ক গড়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং অতি দ্রুত স্পীড ব্রেকার নির্মাণের দাবি জানান।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা নিরাপদ সড়কের দাবিতে বিভিন্ন স্লোগান দিয়ে কর্মসূচি শেষ করেন।