
নিজস্ব প্রতিবেদক :: উচ্চ গ্রেড স্টিলের মান নিশ্চিতকরণ, বৈশ্বিক মানদণ্ড এবং দেশের নির্মাণ খাতে এর প্রয়োগ নিয়ে বরিশালে অনুষ্ঠিত হলো জিপিএইচ ইস্পাত কর্তৃক আয়োজিত নির্মাণ কর্মশালা। গতকাল ৭ ডিসেম্বর (রবিবার) সন্ধ্যা সাতটায় বরিশাল ক্লাব মিলনায়তনে বরিশাল বিভাগের শতাধিক প্রকৌশলী অংশ নেন এই কর্মশালা ও সেমিনারে।
কর্মশালায় বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর স্টিল উৎপাদন ও উচ্চ গ্রেডের রড ব্যবহারের মাধ্যমে কাঠামোগত স্থায়িত্ব বাড়ানোর পাশাপাশি নির্মাণ ব্যয় উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। টেকসই অবকাঠামো নির্মাণে সঠিক গ্রেডের স্টিল ব্যবহারের গুরুত্বও তুলে ধরেন তারা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিপিএইচ ইস্পাত লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলমাস শিমুল।
অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন টেকনিক্যাল মার্কেটিং অ্যান্ড প্রোডাক্ট ম্যানেজমেন্টের ডেপুটি জেনারেল ম্যানেজার ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের রিজিওনাল ম্যানেজার মো. রুহুল আমিন, টেকনিক্যাল মার্কেটিং অ্যান্ড প্রোডাক্ট ম্যানেজমেন্টের ম্যানেজার পার্থ কর্মকার,
হেড অব রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (চট্টগ্রাম) অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো. মশিউর রহমান, টিম কো-অর্ডিনেটর ইঞ্জিনিয়ার সুব্রত সূত্রধর।
কর্মশালায় অংশগ্রহণকারী প্রকৌশলীরা জিপিএইচ ইস্পাতের আধুনিক উৎপাদন পদ্ধতি, স্টিলের মান নিয়ন্ত্রণ প্রক্রিয়া এবং নির্মাণে উচ্চ গ্রেডের স্টিল ব্যবহারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানের শেষে প্রকৌশলীদের উদ্দেশে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয় এবং নির্মাণখাতে মানোন্নয়নে যৌথ উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।


