ঢাকাশুক্রবার , ১২ ডিসেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে ২০০ পিস ইয়াবাসহ শাহিন হাওলাদার আটক

ক্রাইম টাইমস রিপোর্ট
ডিসেম্বর ১২, ২০২৫ ১২:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল বিভাগের পিরোজপুরের মঠবাড়িয়ায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ শাহিন হাওলাদার (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ডিবি পুলিশের একটি বিশেষ দল তুষখালী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে।

আটক শাহিন হাওলাদার মঠবাড়িয়া উপজেলার তুষখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা সোবাহান হাওলাদারের (৬৫) ছেলে। ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তুষখালী বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়।

এ সময় শাহিন হাওলাদারের কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে মঠবাড়িয়া থানায় সোপর্দ করা হয়। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ হিলাল উদ্দিন জানান, ডিবি পুলিশ বাদী হয়ে শাহিন হাওলাদারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে তাকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়।