ঢাকাবুধবার , ১৭ ডিসেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের সংবর্ধনা দিলেন বিএমপি কমিশনার মোঃ শফিকুল ইসলাম

ক্রাইম টাইমস রিপোর্ট
ডিসেম্বর ১৭, ২০২৫ ৬:০৩ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের সংবর্ধনা দিলেন বিএমপি কমিশনার মোঃ শফিকুল ইসলাম।

মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী জাতির সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের সম্মান ও অবদান স্মরণে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)।

বুধবার (১৭ ডিসেম্বর ২০২৫) সকাল ১১টায় বিএমপি সদরদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার, মাননীয় মোঃ শফিকুল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতেই তিনি মহান মুক্তিযুদ্ধে শাহাদত বরণকারী সকল বীর শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। এরপর বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন,
“মুক্তিযুদ্ধে আপনাদের অসাধারণ আত্মত্যাগ ও অবদানের ফলেই আমরা আজ লাল-সবুজের একটি স্বাধীন সার্বভৌম দেশ পেয়েছি। আমাদের রয়েছে এক গৌরবোজ্জ্বল ইতিহাস। ১৯৭১ সালের কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেছিলেন বীর পুলিশ সদস্যরাই।”

তিনি আরও বলেন,
“আমরা গর্বের সঙ্গে বলতে পারি—আমরা বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের উত্তরসূরি। আপনাদের সম্মান জানাতে পারা আমাদের জন্য গর্বের, অনুপ্রেরণার ও গৌরবের।”

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যরা মুক্তিযুদ্ধকালীন তাঁদের সাহসী ও বীরত্বপূর্ণ অভিযানের স্মৃতিচারণ করেন এবং সে সময়ের নানা ঐতিহাসিক ঘটনা তুলে ধরেন।

এসময় বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য ও তাঁদের পরিবারের সম্মানিত সদস্যদের ফুলেল শুভেচ্ছা, সম্মাননা ও বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) সুশান্ত সরকার, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ শরফুদ্দীন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) রিপন চন্দ্র সরকারসহ বরিশাল মেট্রোপলিটন পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যরা।