ঢাকাবুধবার , ১৭ ডিসেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে ভয়ঙ্কর হানিট্র্যাপ চক্র, ধরাছোঁয়ার বাহিরে মূল হোতারা

ক্রাইম টাইমস রিপোর্ট
ডিসেম্বর ১৭, ২০২৫ ১:০০ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

মো: আম্মার হোসেন আম্মান :: বরিশালে আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে ভয়ঙ্কর হানিট্র্যাপ প্রতারণা। একাধিক সংঘবদ্ধ প্রতারক চক্র দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে এই অপরাধ পরিচালনা করে আসছে বলে অভিযোগ উঠেছে। এসব চক্রের মাধ্যমে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে।

হানিট্র্যাপ ও ডিজিটাল ব্ল্যাকমেইল চক্র। সামাজিক যোগাযোগমাধ্যম ও স্মার্টফোনকে হাতিয়ার করে সংঘবদ্ধ এই প্রতারকরা দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে সাধারণ মানুষকে ফাঁদে ফেলছে। আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক অভিযানে কিছু সহযোগী গ্রেপ্তার হলেও মূল হোতারা রয়ে গেছে ধরাছোঁয়ার বাইরে

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, এই প্রতারক চক্রের পেছনে রয়েছে সংঘবদ্ধ একটি নেটওয়ার্ক। অভিযোগ রয়েছে, এদের সঙ্গে প্রশাসনের কিছু অসাধু সদস্য, কথিত সাংবাদিকরা রয়েছে। চক্রটি শিক্ষক থেকে শুরু করে বড় ব্যবসায়ী, অর্থবান ঠিকাদার এবং সরকারি প্রশাসনিক কর্মকর্তাদের টার্গেট করে থাকে।

প্রতারণার কৌশল হিসেবে প্রথমে টার্গেট ব্যক্তিদের মোবাইল নম্বর সংগ্রহ করা হয়। এরপর ফোনকল বা সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক-হোয়াটসঅ্যাপ-ইমো)  পরিচয়ের সূত্র ধরে সম্পর্ক গড়ে তোলা হয়। ধীরে ধীরে বিশ্বাস অর্জনের পর ওই ব্যক্তিকে কোনো বাসায় ডেকে নেওয়া হয়। সেখানে শারীরিক সম্পর্কের সুযোগ তৈরি করে গোপনে ভিডিও ধারণ করা হয়।

ভিডিও ধারণের পরই শুরু হয় ভয়াবহ ব্ল্যাকমেল। ভুক্তভোগীকে ভিডিও দেখিয়ে হুমকি দেওয়া হয়, নির্দিষ্ট অঙ্কের টাকা না দিলে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হবে, পত্রপত্রিকায় খবর প্রকাশ করা হবে এবং মান-সম্মান ধূলিসাৎ করে দেওয়া হবে। সামাজিক ও পারিবারিক সম্মানের ভয়ে অনেকেই বাধ্য হয়ে মোটা অঙ্কের টাকা পরিশোধ করেন।

চক্রটির সঙ্গে বিভিন্ন বয়সী নারী-পুরুষ জড়িত থাকলেও নেতৃত্বে রয়েছে একটি সুসংগঠিত সিন্ডিকেট। তারা লোকালয়ের বাইরে ভাড়া বাসা, গেস্টহাউস কিংবা হোটেল ব্যবহার করে অপকর্ম চালিয়ে যাচ্ছে। অনেক ক্ষেত্রে ভয় ও সামাজিক লজ্জার কারণে ভুক্তভোগীরা থানায় অভিযোগ করতেও সাহস পান না।

 

যদিও কিছু ঘটনা প্রকাশ্যে এসেছে, তবে অধিকাংশ ঘটনাই ভয় ও সামাজিক চাপে ধামাচাপা পড়ে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে। ফলে প্রতারক চক্র আরও বেপরোয়া হয়ে উঠছে।

সাধারণ জনগণের একটাই প্রশ্ন, এই ভয়ঙ্কর হানিট্র্যাপ চক্র থেকে বরিশালবাসী কবে মুক্তি পাবে। এ বিষয়ে প্রশাসনের কঠোর নজরদারি ও কার্যকর অভিযান জরুরি। পাশাপাশি সাধারণ মানুষকে ও অচেনা ফোনকল, সন্দেহজনক সম্পর্ক ও ব্যক্তিগত তথ্য আদান-প্রদানে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।