ঢাকাবুধবার , ১৭ ডিসেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

আরিফ রহমানের কবিতা, স্বাধীনতা

ক্রাইম টাইমস রিপোর্ট
ডিসেম্বর ১৭, ২০২৫ ১২:১২ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

আরিফ রহমানের কবিতা, স্বাধীনতা

স্বাধীনতা মানে শহীদের প্রতি
বিনম্র শ্রদ্ধা,
ভালোবাসা তাদের যারা ছিলেন
অকুতোভয় যোদ্ধা।
স্বাধীনতা মানে লাল সবুজের
সোনার মতো দেশ,
মায়ের আদর কোমল আঁচলে
শান্তি- সুখ অশেষ।
স্বাধীনতা মানে মুক্ত মন
যেখানে নেই বাঁধা,
স্বপ্ন আশা আপন হয়ে
প্রীতিডোরে খেলে সদা।
স্বাধীনতা মানে খোলা আকাশ
বয়ে চলা নদী,
মুক্ত সুরে পাখিরা উড়ে
গান গায় নিরবধি।
স্বাধীনতা মানে গুণী মানুষের
সম্মান সবখানে,
ধনী – গরীবের ব্যাবধান ভুলে
বাঁধা একমনে।
স্বাধীনতা মানে আগামী প্রজন্ম
দেখাবে নতুন পথ,
নিজের দেশকে আপন ভাবা
ভুলে সকল মত।