ঢাকারবিবার , ২১ ডিসেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া-৬ আসন থেকে তারেক রহমানের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ

ক্রাইম টাইমস রিপোর্ট
ডিসেম্বর ২১, ২০২৫ ৩:২৭ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।

রোববার (২১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই ফরম উত্তোলন করা হয়।

বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার নেতৃত্বে দলের পাঁচ জ্যেষ্ঠ সদস্যের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমানের কার্যালয় থেকে মনোনয়নপত্রটি ফরম সংগ্রহ করেন।

উল্লেখ্য, প্রথমবারের মত জাতীয় সংসদ নির্বাচনে লড়তে যাচ্ছেন তারেক রহমান। সবশেষ মেয়াদে বিএনপি ক্ষমতায় থাকাকালে (২০০১-২০০৬) তিনি দলের যুগ্ম মহাসচিবের দায়িত্ব সামলেছেন। ২০০৯ সালে অনুষ্ঠিত দলের জাতীয় কাউন্সিলে সিনিয়র যুগ্ম মহাসচিব নির্বাচিত হন তারেক। ২০১৮ সাল থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।