ঢাকাশনিবার , ২৭ ডিসেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশাল-৩ আসনে জামায়াত ইসলামের মনোনীত পদপ্রার্থী অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবরের মনোনয়নপত্র সংগ্রহ

ক্রাইম টাইমস রিপোর্ট
ডিসেম্বর ২৭, ২০২৫ ৪:৪৪ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি :: বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
শুক্রবার (২৭ ডিসেম্বর) বাবুগঞ্জ উপজেলার নেতৃবৃন্দের অংশগ্রহণে উপজেলা নির্বাহী অফিসার আসমা উল হুসনার কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে এ মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা শাখার সহকারী সেক্রেটারি আজিজুর রহমান অলিদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী বাবুগঞ্জ উপজেলা শাখার আমীর মাওলানা মো. রফিকুল ইসলামসহ দলটির অন্যান্য নেতাকর্মীরা।
জামায়াত নেতারা এ সময় আশা প্রকাশ করে বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ আসনে জনগণের সমর্থন নিয়ে অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর বিজয়ী হবেন।