
নিজস্ব প্রতিবেদক :: বরিশাল নগরীতে বেপরোয়া গতির ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী ২ যুবক নিহত।
নগরীতে বেপরোয়া গতির ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। শুক্রবার গভীর রাতে কোতয়ালি থানাধীন রূপাতলী উকিলবাড়ি সড়ক সম্মুখ বরিশাল-ঝালকাঠি সড়কে জুয়েল (২৮) এবং রাসেল (২৫) নামের যুবকদ্বয়ের মোটরসাইকেলটিকে চাপা দেয় ট্রাকটি। এতে রাসেলের ঘটনাস্থলে মৃত্যু হলেও জুয়েলকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে পৌছানের আগেই পথে জুয়েলও মৃত্যুর কোলে ঢলে পড়েন।
রূপাতলীর বাসিন্দা জুয়েল এবং রুইয়ার পোল এলাকার রাসেল উভয়ে এসিআই এনিমেল হেলথের স্টোরে হেলপার পদে কর্মরত ছিলেন।
কোতয়ালি পুলিশ জানায়, শুক্রবার রাত ১২টার দিকে অফিস শেষ করে জুয়েল এবং রাসেল নাস্তা করতে মোটরসাইকেলযোগে রূপাতলী বাস টার্মিনালের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরিত দিক থেকে ঝালকাঠিগামী মালবোঝাই (কুষ্টিয়া-ট ১১-২৫৪৫) ট্রাক বেপরোয়া গতিতে এসে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রাসেল প্রাণ হারান। এবং গুরুতর আহত জুয়েলকে স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে যায়। তবে মেডিকেলে পৌছানোর আগেই জুয়েলেরও মৃত্যু হয়, ঘোষণা করেন চিকিৎসক।
এর আগে দুর্ঘটনার পরপরই পরিস্থিতি বেগতিক দেখে ট্রাকটি রাস্তার ওপর রেখেই পালিয়ে গেছেন চালক এবং হেলপার। পুলিশ তাদের দুজনকে গ্রেপ্তারে তৎপরতা চালাচ্ছে বলে জানান, কোতয়ালি মডেল থানা পুলিশের ওসি আল মামুন উল ইসলাম।
তিনি সাংবাদিকদের জানান, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং লাশ উদ্ধার করে শেবাচিম হাসপাতালের মর্গে পাঠানো হয়। এই ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে। তাছাড়া চালক ও হেলপারকে আটক করতে পুলিশ চেষ্টা চালাচ্ছে, জানান ওসি।’


