ঢাকাশনিবার , ৩ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

বরিশাল-৬ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর মনোনয়ন স্থগিত

ক্রাইম টাইমস রিপোর্ট
জানুয়ারি ৩, ২০২৬ ৫:৪৫ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মাহমুদুন্নবী তালুকদারের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে।

 

শুক্রবার (২ জানুয়ারি) বরিশাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কর্তৃক মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

 

রিটার্নিং কর্মকর্তা ও বরিশাল জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন জানান, বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে মোট ৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাই শেষে ৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হলেও জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মাহমুদুন্নবী তালুকদারের মনোনয়নপত্র বিভিন্ন ত্রুটির কারণে স্থগিত করা হয়।

 

তিনি জানান, মনোনয়ন দাখিলের সময় ৩০০ টাকার স্ট্যাম্পে প্রার্থীর অঙ্গীকারনামা না থাকা, হলফনামার প্রতিটি পৃষ্ঠায় স্বাক্ষর না থাকা এবং স্থাবর সম্পত্তি শূন্য দেখানোর কারণে তার প্রার্থিতা বৈধ ঘোষণা করা সম্ভব হয়নি।

 

তবে রিটার্নিং কর্মকর্তা আরও জানান, মনোনয়ন স্থগিত হওয়া প্রার্থী চাইলে নির্বাচন কমিশনে আপিল করার মাধ্যমে তার প্রার্থিতা পুনর্বহালের সুযোগ পাবেন।