
নিজস্ব প্রতিবেদক :: বরিশাল বিভাগের শ্রেষ্ঠ সহকারী পরিচালক সমাজসেবার সাজ্জাদ পারভেজ।
বরিশাল জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক একেএম আকতারুজ্জামান তালুকদার বিভাগের শ্রেষ্ঠ উপপরিচালক এবং একই কার্যালয়ের সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ শ্রেষ্ঠ সহকারী পরিচালক হয়েছেন। জাতীয় সমাজসেবা দিবস-২০২৬ উপলক্ষ্যে তাদেরকে সমাজসেবা অধিদপ্তর এ সম্মাননা প্রদান করেন।
মানবিকতা, দক্ষতা ও সমাজকল্যাণমূলক কার্যক্রমে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে এই সম্মানে ভূষিত করেছে। দুই কর্মকর্তাই এর আগেও জাতীয় পর্যায়ে প্রশংসিত হয়েছেন। ২০২০ সালে তারা দুজনেই শুদ্ধাচার পুরস্কার অর্জন করেন। বিশেষ করে সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ এর আগে জাতীয় পর্যায়ে তিনবার শ্রেষ্ঠ প্রবেশন অফিসার নির্বাচিত হয়েছেন। এছাড়া তিনি ২০১৭ সালে জেলা প্রশাসক পদক লাভ করেন।
মানবিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের জন্য সাজ্জাদ পারভেজ ইতোমধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। তিনি ‘৮৪ ইভেন্ট গ্রুপ’-এর আহ্বায়ক হিসেবে গত দুই বছরে হতদরিদ্র মানুষের পুনর্বাসনের লক্ষ্যে ২৬ লক্ষ টাকা সহায়তা বিতরণ করেছেন।
এই সহায়তা পাওয়া একজন অসহায় নারী রোজিনা বেগম বলেন, ‘কাজ না থাকার পাশাপাশি ঘর হারিয়ে পথে ছিলাম। সাজ্জাদ স্যার আমাদের পাশে দাঁড়িয়েছেন। তার সহায়তায় আবার নতুন করে বাঁচার সাহস পেয়েছি।’
শ্রেষ্ঠ সহকারী পরিচালক মনোনীত হওয়ায় প্রতিক্রিয়ায় সাজ্জাদ পারভেজ বলেন, ‘এই সম্মান শুধু আমার নয়, সমাজসেবা বিভাগের প্রতিটি মানবিক সহকর্মীর। আমি বিশ্বাস করি, মানুষের পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় কাজ। যতদিন দায়িত্বে থাকবো, অসহায় মানুষের জন্য কাজ করে যেতে চাই।’
বরিশালের উপপরিচালক এ কে এম আকতারুজ্জামান তালুকদার বলেন, ‘সমাজসেবার কাজ কখনোই শুধু অফিসের মধ্যে সীমাবদ্ধ নয়। মাঠপর্যায়ে গিয়ে মানুষের দুঃখ-কষ্ট বুঝে পাশে দাঁড়ানোই আমাদের দায়িত্ব। এই স্বীকৃতি আমাদের কাজকে আরও দায়বদ্ধ করবে।’বরিশাল ভ্রমণ গাইড
স্থানীয় সমাজসেবক ও সচেতন মহল মনে করেন, এই দুই কর্মকর্তার নেতৃত্বে বরিশালে সমাজকল্যাণ কার্যক্রম নতুন উচ্চতায় পৌঁছেছে। তাদের এমন মানবিক ও স্বচ্ছ কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তন আনছে। জাতীয় সমাজসেবা দিবসে এমন দুই মানবিক কর্মকর্তার স্বীকৃতি পাওয়ায় বরিশালবাসী গর্বিত বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা


