ঢাকাশনিবার , ১০ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ ব্যাংকের গভর্নর পরিদর্শন করলেন জীবনানন্দ দাশ সংগ্রহশালা ও পাঠাগার

ক্রাইম টাইমস রিপোর্ট
জানুয়ারি ১০, ২০২৬ ১:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশ ব্যাংকের গভর্নর পরিদর্শন করলেন জীবনানন্দ দাশ সংগ্রহশালা ও পাঠাগার।

বরিশাল বিভাগের ঝালকাঠি জেলার রাজাপুরে অবস্থিত জীবনানন্দ দাশ সংগ্রহশালা ও পাঠাগার পরিদর্শন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড.আহসান এইচ মনসুর।শুক্রবার ৯ জানুয়ারি সকাল ১০.৩০ মিনিটে রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়ন এ অবস্থিত কবি জীবনানন্দ দাশের স্মরনে স্থাপিত জীবনানন্দ দাশ সংগ্রহশালা ও পাঠাগার পরিদর্শনে অর্থনীতিবিদ ড.আহসান এইচ মনসুর আসলে তাকে ফুলেল শুভেচছা জানান রাজাপুর উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা মৌরি।
ধানসিঁড়ি নদী ও জীবনানন্দ দাশের সম্পর্কে সার্বিক তথ্য বিস্তারিত বর্ননা দেন উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা মৌরি।
এ সময় তার সফরসঙ্গী ছিল পরিবারের সদস্যবৃন্দ, বাংলাদেশ ব্যাংকের বরিশাল অঞ্চল এর নির্বাহী পরিচালক ইমতিয়াজ আহমদ মাসুদ ও পরিচালক মোঃআবুল বসার প্রমূখ।
উল্লেখ্য কবির প্রয়াণের ৭০ বছর পর হলেও ঝালকাঠি সদর ও জেলার রাজাপুর উপজেলা দিয়ে প্রবাহিত এই নদীর পিংড়ি এলাকায় ২০২৩ সালে দুই কোটি ২৩ লাখ টাকা ব্যায়ে জীবনানন্দ দাশ সংগ্রহশালা ও পাঠাগার নির্মাণকাজের উদ্বোধন করা হয়। তবে কাজ শেষ হলেও এখনো উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়নি।

কবি কেন ধানসিঁড়ির কাছে ছুটে আসতে চাইতেন? ধানসিঁড়ির সঙ্গে সম্পর্ক হল কীভাবে তার? কারণ, এই নদী হয়ে কবি বরিশাল থেকে কোলকাতা যাতায়াত করতেন।
বরিশাল ব্রজমোহন কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করার পরে তিনি কোলকাতা প্রেসিডেন্সি কলেজ ও কোলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়েন।এমনকি কোলকাতা সিটি কলেজে চাকরিসহ শেষ জীবনে তার ৮ বছর কাটে কোলকাতায়।
তখন বরিশাল থেকে কোলকাতা যাতায়াতের জন্য খুলনা পর্যন্ত স্টিমারে যেতে হত। তখন ঝালকাঠির ধানসিঁড়ি নদীর পাশ দিয়ে গাবখান চ্যানেল হয়ে যেতে হয় খুলনা পর্যন্ত। এভাবেই কবি ধানসিঁড়ির প্রেমে পড়েন।