
নিজস্ব প্রতিবেদক :: বরিশালে ২৪১ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী ছগীর ফরাজী গ্রেপ্তার।
বরিশাল বিভাগের বরগুনার পাথরঘাটায় অভিযান চালিয়ে ২৪১ পিস ইয়াবাসহ এক মাদক ডিলারকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড। গ্রেপ্তার ব্যক্তির নাম ছগীর ফরাজী। তিনি চরদুয়ানী ইউনিয়নের ছোট টেংরা এলাকার বাসিন্দা এবং সিকান্দার আলী ফরাজীর ছেলে।
শুক্রবার (৯ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে পাথরঘাটা পৌরসভার ৬ নং ওয়ার্ডের মহিলা কলেজ সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয়রা সূত্রে জানা গেছে- ছগীর ফরাজী দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এমন গোপন তথ্যের ভিত্তিতে তার গতিবিধির ওপর নজরদারি চালানো হচ্ছিল।
জানা যায়, তিনি একটি মোটরসাইকেলযোগে ইয়াবার চালান নিয়ে বিক্রির উদ্দেশ্যে কোথাও যাচ্ছিলেন। সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে কোস্টগার্ডের একটি বিশেষ টিম ঘটনাস্থলে পৌঁছে তাকে থামিয়ে তল্লাশি চালায়। এ সময় তার কাছ থেকে ২৪১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়।
অভিযান শেষে জব্দকৃত ইয়াবা ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার ছগীর ফরাজীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এলাকায় মাদকবিরোধী অভিযানে কোস্টগার্ডের ভূমিকার প্রশংসা করছেন স্থানীয়রা।


