ঢাকাশনিবার , ১০ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে মিনি ট্রাক থামিয়ে ডাকাতি, গরু ও নগদ অর্থ লুট

ক্রাইম টাইমস রিপোর্ট
জানুয়ারি ১০, ২০২৬ ৩:২৮ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশালের গৌরনদী উপজেলার মাহিলারা প্রাথমিক বিদ্যালয়ের সামনে গভীর রাতে সংঘটিত হয়েছে এক ভয়াবহ ডাকাতির ঘটনা। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে ১২ থেকে ১৪ জনের একটি ডাকাত দল একটি মিনি ট্রাক থামিয়ে দেশীয় অস্ত্রের মুখে ডাকাতি চালায়।

ভুক্তভোগী গোলাপ রাব্বি সাগরসহ আরও দুজনকে জিম্মি করে ডাকাতরা ট্রাকে থাকা চারটি গরু লুট করে নিয়ে যায়, যার আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৮৫ হাজার টাকা। এ ছাড়া নগদ ৩ লাখ ৭০ হাজার টাকা এবং মিনি ট্রাকটিও ডাকাতি করে নিয়ে যায়, যার বাজারমূল্য প্রায় ৮ থেকে ১০ লাখ টাকা বলে জানা গেছে।

ডাকাতির শিকার মিনি ট্রাকটির নম্বর BR-M-NA-110636।

ঘটনার পর এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে।

ডাকাত দলের অবস্থান বা কোনো তথ্য পেলে নিকটবর্তী থানায় অথবা +880 1796-808544 এই  নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।