
নিজস্ব প্রতিবেদক :: বরিশালে বিয়ের প্রলোভনে আবাসিক হোটেলে নিয়ে এক নারীকে ধর্ষণ।
বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে রবিউল ইসলাম (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে বরিশাল কোতয়ালী মডেল থানা পুলিশ।
গত ১০ নভেম্বর দিবাগত রাতে কোতয়ালী মডেল থানার একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এর আগে ৯ নভেম্বর রাতে ভুক্তভোগী নারী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
গ্রেফতার রবিউল ইসলাম ঝালকাঠির নলছিটি উপজেলার তিমিরকাঠী এলাকার আ. মালেক মোল্লার ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, নলছিটির দপদপিয়া এলাকার শাহ আলম মোল্লার মেয়ে তানিয়া (ছদ্মনাম) প্রায় তিন বছর ধরে স্বামী থেকে আলাদা বসবাস করছেন। চলতি বছরের মার্চ মাসে রবিউল তানিয়ার সঙ্গে মোবাইলে যোগাযোগ শুরু করে এবং একপর্যায়ে দেখা করার প্রস্তাব দেয়। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
সম্পর্কের সুযোগে রবিউল বিয়ের প্রলোভন দেখিয়ে তানিয়ার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে। পরবর্তীতে বিয়ের চাপ দিলে রবিউল ২৯ অক্টোবর তানিয়াকে বরিশাল নগরীর শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ডেকে নেয়। সেখানে বিয়ের আশ্বাসে দুজন একটি আবাসিক হোটেলে অবস্থান নেয়।
হোটেলে অবস্থানকালে রবিউল একাধিকবার তানিয়াকে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে এবং তার গলায় থাকা স্বর্ণের চেইন নিয়ে পালিয়ে যায়। এরপর সে তানিয়ার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। পরে তানিয়া রবিউলের বাড়িতে গেলে তাকে মারধর করে বের করে দেওয়া হয়।
এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে রবিউলকে একমাত্র আসামি করে কোতয়ালী মডেল থানায় মামলা করেন।
কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, “আসামি রবিউলকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।”


