
নিজস্ব প্রতিবেদক :: বরিশাল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ এক নারী মাদককারবারিকে আটক করা হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর কাউনিয়া হাউজিং এলাকার আরজু মনি স্কুলের উল্টা পাশে একটি ভাঙারি দোকানে অভিযান চালিয়ে মুন্নি বেগম (৪০) নামে ওই নারীকে আটক করা হয়।
জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মুন্নি বেগমের ভাঙারি দোকান থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজা সহ তাকে আটক করা হয়।
বরিশাল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, আটককৃত মুন্নি বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


