ঢাকাবৃহস্পতিবার , ২১ ডিসেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

আগামীকাল ইসলামী আন্দোলনের বিক্ষোভ

ক্রাইম টাইমস রিপোর্ট
ডিসেম্বর ২১, ২০২৩ ৯:৪৩ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: আগামীকাল ইসলামী আন্দোলনের বিক্ষোভ

নির্বাচনের তফসিল বাতিলের দাবিতে শুক্রবার (২২ ডিসেম্বর) বাদ জুমা ঢাকায় বি‌ক্ষোভ মিছিল ও সমাবেশ করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বায়তুল মোকারর‌মের উত্তর গেটে অনুষ্ঠিতব্য এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে থাকবেন দলটির মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।

Google news
প্রধান বক্তা হিসেবে থাকবেন ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম। সভাপতিত্ব করবেন সংগঠনটির ঢাকা মহানগর উত্তরের সভাপতি প্রিন্সিপাল মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেন, জাতিসত্তা বিরোধী নতুন শিক্ষা কারিকুলাম পরিবর্তন করে এ দশের অধিকাংশ মানুষের চিন্তা-চেতনা অনুযায়ী শিক্ষা কারিকুলাম প্রণয়ন করতে হবে।

নির্বাচনের তফসিল বাতিলের দাবি জানিয়ে মাওলানা ইউনুছ বলেন, জনগণের রায়ের বিরুদ্ধে গিয়ে সরকার নির্বাচন করলে দেশ ভয়াবহ অর্থনৈতিক ঝুঁকিতে পড়বে। গার্মেন্টস সেক্টর বন্ধ হয়ে যাবে। ফলে শ্রমিকরা বেকার হয়ে চুরি-ডাকাতিসহ অনৈতিক কর্মকাণ্ডে ঝুঁকে পড়বে।

দল‌টির মহাসচিব বলেন, সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা-সমঝোতার ভিত্তিতে বিদ্যমান নির্বাচনী তফসিল বাতিল করে নতুন তফসিল ঘোষণা করলে দেশ ভয়াবহ সংকট থেকে বেঁচে যাবে।