কে এম সফিকুল আলম জুয়েল, বানারীপাড়া প্রতিনিধি ::
বাংলাদেশ জামায়াতে ইসলামী বানারীপাড়া উপজেলা শাখা কর্তৃক আয়োজিত কর্মী শিক্ষা শিবির ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ০৯ ঘটিকায় বানারীপাড়া ডিগ্রি কলেজের অডিটোরিয়ামে উক্ত সভা অনুষ্ঠিত হয়। পরে উপজেলা জামায়াতের আমীর জনাব অধ্যাপক মোঃ খলিলুর রহমান শাহাদাতের সভাপতিত্বে কর্মীদের মান উন্নয়ন ও বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে আলোচনা করা হয় এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেমেদ্বীন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও বরিশাল অঞ্চল টিম সদস্য জনাব এ. কে. এম ফখরুদ্দীন খান রাযী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা আমীর জনাব অধ্যাপক আবদুল জব্বার, জেলা কর্মপরিষদ সদস্য বিশিষ্ট আলেমেদ্বীন জনাব হাফেজ মাও. মোঃ কামরুল ইসলাম খান, বরিশাল জেলা নায়েবে আমীর জনাব ড. মাহফুজুর রহমান, বরিশাল জেলার সেক্রেটারী জনাব মাওলানা মাহামুদুন্নবী। উক্ত সভার সঞ্চালনা করে বানারীপাড়া উপজেলা জামায়াতের সেক্রেটারী জনাব হাফেজ মোকাম্মেল হোসেন মোজাম্মেল। এছাড়াও উক্ত সভায় উপজেলা ও ইউনিয়নের দায়িত্বশীল গণেরা উপস্থিত ছিলেন। উক্ত সভায় প্রায় ৪ শতাধীক কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।