
নিজস্ব প্রতিবেদক :: ঝালকাঠিতে অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে জরিমানা
ঝালকাঠি জেলার নলছিটিতে অনুমোদনহীন ইটভাটায় অভিযান চালিয়ে একলাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে নলছিটি ফায়ার সার্ভিসের একটি ইউনিট দিয়ে ভাটায় বানানো কাঁচা ইট পানি ঢেলে নষ্ট করে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে নলছিটির কুলকাঠি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সরই গ্রামে টিটিসি ইট ভাটায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সমাপ্তি রায়। অভিযানকালে বরিশাল পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আনজুমান নেছা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নলছিটির সহকারী কমিশনার (ভূমি) সমাপ্তি রায় বলেন, প্রয়োজনীয় অনুমোদন ছাড়া এবং অভিযোগ থাকায় ইট ভাটাটিতে অভিযান চালিয়ে দুজনকে একলাখ টাকা জরিমানা অনাদায় তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।