ঢাকাশনিবার , ১৫ নভেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশাল জোনের উদ্যোগে “রাজনৈতিক কর্মশালা ও সাংগঠনিক সভা” সফলভাবে অনুষ্ঠিত

ক্রাইম টাইমস রিপোর্ট
নভেম্বর ১৫, ২০২৫ ১:১১ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল জোনের উদ্যোগে “রাজনৈতিক কর্মশালা ও সাংগঠনিক সভা” সফলভাবে অনুষ্ঠিত।

বরিশাল জোনের উদ্যোগে আজ বিকেল ৩টা ৩০ মিনিটে শহরের হাসপাতাল রোডস্থ সিলভার স্পুন চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে “রাজনৈতিক কর্মশালা ও সাংগঠনিক সভা”। এতে তরুণ নেতৃত্ব বিকাশ, সাংগঠনিক ব্যবস্থাপনা এবং রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি বিষয়ে বিস্তৃত আলোচনা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন
আরেফিন মোহাম্মদ হিব্বুল্লাহ, সদস্য সচিব, ইউনাইটেড পিপলস বাংলাদেশ (ইউপি বাংলাদেশ)।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন
বুরহান উদ্দিন নোমান, শিক্ষা ও গবেষণা কমিটির প্রধান, ইউপি বাংলাদেশ।

বিশেষ বক্তা ছিলেন—

আহসান উল্লাহ, কেন্দ্রীয় যুব প্রধান সংগঠক, ইউপি বাংলাদেশ

তৌসিফ মাহমুদ সোহান, কেন্দ্রীয় যুব প্রধান সংগঠক, ইউপি বাংলাদেশ

সভাপতিত্ব করেন
জাহিদ হাসান তন্ময়, আহ্বায়ক, বরিশাল মহানগর।

অনুষ্ঠান সঞ্চালনা করেন
এম এম মুরশীদ আলম ফাহিম, সদস্য সচিব, বরিশাল মহানগর।

উপস্থিত নেতৃবৃন্দ

বরিশাল জোনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা সভায় অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য—

শাহরিয়ার মোহাম্মদ মিরাজুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব, বরিশাল জোন

মুয়াজ, যুগ্ম সদস্য সচিব, বরিশাল জোন

মোস্তফা শাহরিয়ার, আহ্বায়ক, বরিশাল বিশ্ববিদ্যালয়

বেলাল হোসেন, আহ্বায়ক, বিএম কলেজ

নাজমুল সাকিব, সদস্য সচিব, বিএম কলেজ

এছাড়াও থানা ও ওয়ার্ড পর্যায়ের প্রতিনিধি, ইউনিট কমিটির নেতৃবৃন্দ এবং নবীন কর্মীরাও সক্রিয়ভাবে অংশ নেন।

আলোচনার বিষয়বস্তু

কর্মশালায় রাজনৈতিক সংগঠনের কাঠামো, দলের আদর্শ, সদস্য ব্যবস্থাপনা, সাংগঠনিক শৃঙ্খলা, নেতৃত্ব দক্ষতা, গণসংযোগ কৌশল ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীরা দলগত কর্মশালা, মতবিনিময় এবং প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন।

বক্তারা বলেন,
“সুশাসন, গণতান্ত্রিক মূল্যবোধ এবং পরিবর্তনের রাজনীতিতে তরুণদেরই হতে হবে অগ্রণী শক্তি।”

অনুষ্ঠান শেষে সকল অংশগ্রহণকারীর প্রতি কৃতজ্ঞতা জানানো হয় এবং বরিশাল জোন ভবিষ্যতেও এমন উন্নয়নমূলক রাজনৈতিক কর্মশালা নিয়মিত আয়োজনের ঘোষণা দেয়।

প্রকাশক:
ইউনাইটেড পিপলস বাংলাদেশ (ইউপি বাংলাদেশ), বরিশাল জোন